নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না, রানুকে পরামর্শ সুরসম্রাজ্ঞী লতার

 আমার নাম ও কাজের জন্য কারও ভালো হলে, নিজেকে সৌভাগ্যবান মনে করি, রানুকে নিয়ে মুখ খুললেন সুরসম্রাজ্ঞী  

Updated By: Sep 3, 2019, 05:02 PM IST
নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না, রানুকে পরামর্শ সুরসম্রাজ্ঞী লতার

নিজস্ব প্রতিবেদন: লতা মঙ্গেশকরের 'এক প্যার কা নগমা হ্যায়' গান গেয়ে ফেসবুকে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। ফেসবুক থেকে এখন তিনি পৌঁছে গিয়েছেন বলিউডে। গাইছেন হিমেশ রেশমিয়ার আগামী ছবিতে। লতা মঙ্গেশ কি শুনেছেন রানুর গলায় তাঁর গান? কেমন লাগল তাঁর? আইএএনএসকে সাক্ষাত্কারে ভারতের নাইটিঙ্গেলের প্রতিক্রিয়া, 'আমার নাম ও কাজের জন্য কারও ভালো হলে, নিজেকে সৌভাগ্যবান মনে করি।'   
   
গান শেখার প্রথম দিন থেকেই ভারতের সকলেই লতা মঙ্গেশকর হতে চান। কিন্তু লতা লতাই। সেটাই মনে করিয়ে দিলেন সুরসম্রাজ্ঞী। তাঁর মতে,''নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না। আমার বা কিশোর দা (কিশোর কুমার), রফি সাব (মহম্মদ রফি), মুকেশ ভাইয়া বা আশার (আশা ভোঁসলে) গান গেয়ে স্বল্প সময়ে নজর কাড়েন নতুন গায়ক-গায়িকারা। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না।''

বিভিন্ন রিয়েলিটি শোয়ের প্রসঙ্গে লতা মঙ্গেশকর বলেন, ''অনেকে খুব সুন্দর গান করেন। কিন্তু তাৎক্ষণিক সাফল্যের পর ক'জন টিকে থাকেন? আমি তো শুধু শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহানকে মনে রেখেছি।'' 

নতুন শিল্পীদের সুরসম্রাজ্ঞীর পরামর্শ, নিজের মতো হও। আমার ও অন্যদের চিরনবীন গানগুলি নিশ্চয়ই গাইবে। তবে একটা সময় পর নিজের গান ও পরিচিতি তৈরি করা দরকার। আর উদাহরণ হিসেবে নিজের বোন আশা ভোঁসলের কথা তুলে ধরেছেন লতা। তাঁর কথায়,''আশা নিজের মতো করে না গাইলে চিরকাল আমার ছায়া হয়ে থেকে যেত। প্রতিভা থাকলে কোথায় যাওয়া যায়, তার উজ্জ্বল নজির  আশা।''   

রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে প্রথম নজরে এসেছিলেন রানাঘাটের রানু মণ্ডল। স্টেশনেই জীবন কাটত রানুর। নিত্যযাত্রীদের আবদারে শোনাতেন গান। সেখান থেকে ফেসবুকে ভাইরাল হন রানু। একটি সর্বভারতীয় চ্যানেলের রিয়েলিটি শোয়েও দেখা গিয়েছে তাঁকে। সেখানেও গেয়েছেন 'এক প্যার কা নাগমা হ্যায়...'। রানুর গান শোনার পর তাঁকে ওই রিয়েলিটি শোয়ে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন সুরকার হিমেশ রেশমিয়া। হিমেশের নতুন ছবি 'হ্যাপি হার্ডি ও হীর'-এ ইতিমধ্যেই গেয়েছেন রানু। আরও একটি গান রেকর্ড করেছেন সুরকার।  

আরও পড়ুন- এ আর রহমানের অফিস থেকে রানুর কাছে ফোন, গান গাইতে পারেন সোনু নিগমের সঙ্গেও!

.