বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে বিয়ের জন্য পাগল! কী করলেন কমল আর খান!

সরগরম হয়ে উঠেছে সামাজিক মাধ্যম

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 9, 2020, 01:35 PM IST
বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে বিয়ের জন্য পাগল! কী করলেন কমল আর খান!

নিজস্ব প্রতিবেদন : ঘরে থেকে সুস্থ থেকো 'বেব'। ঠিক এইভাবেই এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে সম্মোধন করলেন কমল আর খান অর্থাত কে আর কে। দেবলিনাকে  কমল আর খানের 'বেব' সম্মোধন নিয়েই এবার সরগরম হয়ে উঠেছে ট্যুইটার।
কমল আর খান কি এবার দেবলিনা ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? এবার এই প্রশ্নই উঠতে শুরু করেছে টেলি টাউনে।

আরও পড়ুন : সানি, ডেইজির চ্যালেঞ্জ, দেখলে চোখ সরাতে পারবেন না

শুধু তাই নয়, বিগ বসের সিডনাজের পর এবার কমল আর খান এবং দেবলিনাকে নতুন করে 'কামলিনা' নাম দিতে শুরু করেছেন নেটিজেনরা। পাশপাশি কমল আর খান এবার দ্বিতীয় বিয়েটা সেরেই ফেলুন বলে অনেকে মন্তব্য করেত শুরু করেন। আবার অনেকে বলতে শুরু করেন, দেবলিনারও বিয়ে হয়নি যখন এবার কমলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে যান তিনিও।

 

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার দেবলিনা ভট্টাচার্যকে পছন্দ করেন, বিয়ে করতে চান বলে জানান কে আর কে। শুধু তাই নয়, বিগ বসের গরে থাকাকালীন দেবলিনার সমর্থনে ভোট চাইতেও দেখা যায় কে আর কে-কে। যদিও বছর ৪৫-এর কমল আর খান যা কিছুই বলুন না কেন, এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি সাথ নিভানা সাথিয়া অভিনেত্রী।

 

.