বন্ধুর সঙ্গে একান্তে, ছবি শেয়ার করলেন জ্যাকি শ্রফের মেয়ে

কার সঙ্গে রয়েছেন জ্যাকির মেয়ে 

Updated By: Sep 5, 2019, 12:36 PM IST
বন্ধুর সঙ্গে একান্তে, ছবি শেয়ার করলেন জ্যাকি শ্রফের মেয়ে

নিজস্ব প্রতিবেদন: বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায়। কার কথা বলা হচ্ছে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তো?
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বন্ধু ইবান হ্যায়ামসের সঙ্গে ছবি শেয়ার করেন জ্যাকি স্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। জ্যাকি-কন্যার সঙ্গে তাঁর বন্ধুর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে কার সঙ্গে অন্তরঙ্গ হৃত্বিক!
দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

জানা যাচ্ছে, ইবান একজন বাস্কেটবল খেলোয়াড়। বর্তমানে হরিয়ানা গোল্ডের হয়ে খেলছেন তিনি। বান্ধবী কৃষ্ণা শ্রফের ভালবাসায় যে তিনি এখন বেশ মশগুল, তা তাঁদের ছবি থেকেই বেশ স্পষ্ট।
এদিকে টাইগার শ্রফের সঙ্গে কি এখনও দিশা পাটানির সম্পর্ক রয়েছে? টাইগার কি 'সিঙ্গল'? বন্ধু ইবানের সঙ্গে 'ডেটে' বেরিয়েও এমন বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয় কৃষ্ণাকে। যার উত্তরে কৃষ্ণা শ্রফ জনান, তাঁর দাদা একশো শতাংশ 'সিঙ্গল'। এসব বিষয়ে তিনি কখনও বাজে কথা বলেন না। তাই টাইগার যে 'সিঙ্গল', তা বেশ স্পষ্টভাবেই জানান কৃষ্ণা শ্রফ।

.