গোল্ড মেডালিস্ট হওয়ার স্বপ্ন,এই বয়সেও ফের কলেজে ভর্তি হলেন Koneenica

ছোটবেলায় কণীনিকা মাধুরী দীক্ষিত হওয়ার স্বপ্ন দেখতেন।

Updated By: Aug 9, 2021, 05:07 PM IST
গোল্ড মেডালিস্ট হওয়ার স্বপ্ন,এই বয়সেও ফের কলেজে ভর্তি হলেন Koneenica

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে প্রায় এক বছরের বেশি সময় ঘর সংসার আর মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়(Koneenica Banerjee)। তবে ঘর সামলানোর পাশাপাশি নিজের অভিনয়ের স্বপ্নও পূরণ করতে চান অভিনেত্রী। ছোটবেলায় স্বপ্ন দেখতেন তিনি মাধুরী দীক্ষিত হবেন। কিন্তু অভিনেত্রী নিজেই জানালেন, মা হওয়ার পর তাঁর স্বপ্নগুলোও বদলে গেছে। কণীনিকার ছোটবেলায় তাঁর মা চাইতেন, মেয়ে ডাক্তার হবে কিন্তু তাঁর বাবা সবসময় মেয়ের ইচ্ছায় সায় দিয়েছেন। বাবার সাপোর্টেই তিনি একসময় থিয়েটারে অভিনয় শুরু করেন। সেই থেকেই শুরু তাঁর স্বপ্ন পূরণের গল্প।

এবার এরকমই এক স্বপ্ন পূরণের গল্প নিয়ে ছোটপর্দায় আসছেন অভিনেত্রী। তাঁর নতুন ধারাবাহিকের  নাম 'আয় তবে সহচরী'। সেই মেগা সিরিয়ালের মুখ্য চরিত্র সহচরীও তাঁর মতোই ব্যস্ত ঘর সংসার নিয়ে। কিন্তু এরই মাঝে সে স্বপ্ন দেখে গোল্ড মেডালিস্ট হওয়ার। সেই স্বপ্নের প্রতি এক ধাপ এগিয়ে কলেজে ভর্তি হয় সহচরী। সেখানেও বিপত্তি, তাঁর সহপাঠীরা সবাই তাঁর থেকে অনেক ছোট ফলে কলেজে বন্ধু পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় বরফির। প্রায় সন্তানের বয়সী এক মেয়ের সঙ্গে সহচরীর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। 

আরও পড়ুন: বই পড়তে বসে 'ঠাটিয়ে থাপ্পড়' খেলেন অভিনেতা Rahul!

সোমবার অনলাইন সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী জানান, রিয়েল লাইফেও তাঁর অনেক বন্ধু আছেন যাঁরা তাঁর থেকে প্রায় ১০-১৫বছরের বড়। তিনি মনে করেন একমাত্র মেয়েরাই মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। পর্দায় তাঁর বন্ধুর চরিত্রে অভিনয় করবেন অরুণিমা হালদার। শ্যুটিং এখনও শুরু হয়নি কিন্তু প্রোমো শ্যুটের দিন থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী নবাগতা অরুণিমার সঙ্গে বন্ধুত্ব জমে গেছে কণীনিকার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.