ছবি তো হিট, নতুন বছরে আরও একটি খুশির খবর পাচ্ছেন চিরঞ্জিৎ

গত বছরের শেষ ছবি হলেও নববর্ষে হল কাঁপাচ্ছেন কিরীটী রায়। এবার আর এক ধাপ প্রমোশন হল কিরীটী রায়ের। দাদু হচ্ছেন চিরঞ্জিত্‍ চক্রবর্তী।

Updated By: Jan 5, 2017, 09:20 AM IST
ছবি তো হিট, নতুন বছরে আরও একটি খুশির খবর পাচ্ছেন চিরঞ্জিৎ

ওয়েব ডেস্ক: গত বছরের শেষ ছবি হলেও নববর্ষে হল কাঁপাচ্ছেন কিরীটী রায়। এবার আর এক ধাপ প্রমোশন হল কিরীটী রায়ের। দাদু হচ্ছেন চিরঞ্জিত্‍ চক্রবর্তী।

 

বর্ষশেষের ছবি। তবু নববর্ষে রমরম করে প্রেক্ষাগৃহ মাতিয়ে দিচ্ছেন রহস্যভেদী কিরীটী রায়। এরই মধ্যে আরও একটি গরমাগরম খবর। নিজের বাড়িতে বসে চিরঞ্জিৎ জানালেন, ২০১৭ সালে আরও এক ধাপ পদোন্নতি হচ্ছে তাঁর। কন্যা দীপাবলি প্রথমবার মা হচ্ছেন, আর সেই সুবাদে দাদু হতে চলেছেন চিরঞ্জিত্‍।

 

দীপাবলি তাঁর স্বামী আকাশ অগ্রবালের সঙ্গে এখন থাকেন আমেরিকায়। অত্যন্ত মেধাবী ছাত্রী দীপাবলি কিন্তু সিনেমার ধারপাশ দিয়েও যাননি। গোল্ড মেডালিস্ট দীপাবলি ডক্টরেট ও পোস্ট ডক্টরেট করে এখন আমেরিকাতেই সেটলড। তবে কদিন আগেই হয়ে গেছে সাধভক্ষণ অনুষ্ঠান। মার্চ মাসেই পৃথিবীর আলো দেখবে নতুন অতিথি। তাই ফেব্রুয়ারির শেষে হবু দাদুও উড়ে যাচ্ছেন আমেরিকা। শুধু তাই নয়, আগে থেকেই ফ্ল্যাট কিনে রেখেছেন চিরঞ্জিত্‍। নতুন অতিথির জন্যে। ঠিক তাঁর ফ্ল্যাটের উপরের তলাতেই!

.