প্রথম দিনেই কানের রেড কার্পেটে মন কাড়লেন ক্যাট

কানের প্রথম দিনেই রেড কার্পেটে হাঁটলেন ক্যাটরিনা কাইফ। ৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উত্‍সবে ফ্রেঞ্চ রিভিয়েরায় আত্মপ্রকাশের দিন ক্যাটকে দেখা গেল কালো লেসের স্ট্র্যাপলেস অস্কার দে লা রেনতা ইভনিং গাউনে।

Updated By: May 14, 2015, 05:03 PM IST
প্রথম দিনেই কানের রেড কার্পেটে মন কাড়লেন ক্যাট

ওয়েব ডেস্ক: কানের প্রথম দিনেই রেড কার্পেটে হাঁটলেন ক্যাটরিনা কাইফ। ৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উত্‍সবে ফ্রেঞ্চ রিভিয়েরায় আত্মপ্রকাশের দিন ক্যাটকে দেখা গেল কালো লেসের স্ট্র্যাপলেস অস্কার দে লা রেনতা ইভনিং গাউনে।

শফার চালিত কালো লিমুজিন থেকে নেমে রেড কার্পেট ক্লিকে নিজের সহজাত ভঙ্গিমায় পোজ দেন ক্যাট। এরপর অভিনেত্রী জুলিয়ান মুরের সঙ্গে রেড কার্পেটে হেঁটে যান তিনি। প্রথম দিনে লা তেতে হতে ছবি প্রেমিয়ারে উপস্থিত ছিলেন ক্যাট।

রেড কার্পেটে হাঁটার আগে মিলির মনোক্রোম লুক কালেকশনের সাদা-কালো ক্রপড টপ ও সাদা লেয়ারড স্কার্টে সাক্ষাত্‍কার দেন ক্যাটরিনা। তার আগামী ছবি ফিতুরের লাল চুল লুকই কানেও ধরে রেখেছেন ক্যাট। লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এবারই কান ফিল্ম ফেস্টিভ্যালে আত্মপ্রকাশ করলেন ক্যাটরিনা। সোমবার মুম্বই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় থেকেই টুইটারে আপডেট দিতে থাকেন ক্যাটরিনা। শুধুমাত্র কান চলচ্চিত্র উত্সব চলাকালীন ভক্তদের আপডেট দিতেই এই অ্যাকাউন্ড ক্যাটের।

 

.