লাল রঙের বিচওয়্যারে ক্যাটরিনা কাইফকে দেখেছেন?

ওয়েব ডেস্ক: ক্যাটরিনা কাইফের জন্য কোনও ভূমিকার প্রয়োজন নেই। তাঁর নামটাই তাঁর ভূমিকার জন্য যথেষ্ট। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অভিষেক হয়েছে বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের। সম্প্রতি মরক্কোতে বলিউড ভাইজান সলমন খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায় –র শ্যুটিংয়ে বিচে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবিটি। লাল রঙের বিচওয়্যারে তাঁর ছবিটি দেখে নিন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই প্রাক্তন প্রেমিক সলমন খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায় মুক্তি পাবে। এছাড়াও আমির খানের থাগস অফ হিন্দুস্তান এবং শাহরুখ খানের একটি নাম না ঠিক হওয়া ছবি তাঁর তালিকায় রয়েছে।

সুজিতের 'অক্টোবর' ফিল্মে বরুণ ধাওয়ানের বিপরীতে কোন অভিনেত্রী জানেন?

English Title: 
Katrina kaif sizzles in red beachwear
News Source: 
Home Title: 

লাল রঙের বিচওয়্যারে ক্যাটরিনা কাইফকে দেখেছেন?

লাল রঙের বিচওয়্যারে ক্যাটরিনা কাইফকে দেখেছেন?
Yes
Is Blog?: 
No