নিরাপত্তারক্ষীকে সরিয়ে ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার চেষ্টা, দেখুন কী ঘটল...

ক্যাটরিনা কাইফ পা রাখার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গেও এমনটাই ঘটল। 

Updated By: Jul 2, 2019, 03:00 PM IST
নিরাপত্তারক্ষীকে সরিয়ে ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার চেষ্টা, দেখুন কী ঘটল...

নিজস্ব প্রতিবেদন: প্রিয় তারকাকে সামনে পেয়ে তাঁকে ক্যামেরাবন্দি করতে চান প্রায় কমবেশি সব ভক্তই। কেউ আবার তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চান না। সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পা রাখার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গেও এমনটাই ঘটল। 

সাধারণত কোনও ভক্ত সেলফি তুলতে চাইলে তারকাদের হাসি মুখে পোজ দিতে দেখা যায়। তবে এক্ষেত্রে ভক্তর জোর জবরদস্তিতে কিছুটা বিরক্ত হয়ে যান ক্যাট। ভিডিয়োতে দেখা যাচ্ছে বিমানবন্দরে অভিনেত্রী নামতেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য, তাঁর কাছে যাওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে ওঠেন এক ভক্ত। এমনকি তিনি ক্যাটের নিরাপত্তারক্ষীকেও ধাক্কা দিয়ে সরিয়ে অভিনেত্রীর কাছে পৌঁছতে চাইছিলেন। কিছুটা বাধ্য হয়েই নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কাধাক্কিতে ছিটকে মাটিতে পড়ে যায় তাঁর মোবাইলটিও। পরে পরিস্থিতি সামাল দেন ক্যাটরিনা নিজেই। তাঁকে ওই ভক্তের উদ্দেশ্যে বলতে দেখা যায়, '' আরামসে, ওহা সে করো...''

আরও পড়ুন-প্রি-ওয়েডিং শ্যুটে রোম্যান্টিক মুডে নুসরত-নিখিল, প্রকাশ্যে ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

যদিও এই ভিডিয়োটা দেখে নেটিজেনরা ক্যাটরিনাকেই সমর্থন করেছেন, কেউ লিখেছেন, '' এটা কী ধরনের পাগলামো! এই সমস্ত পাগলদের সঙ্গে না থাকাই ভালো। হাজার হোক উনিও তো মানুষ। কোনও পুরুষ যদি ওনাকে দেখে এমনটা করতে থাকেন, তাহলে এটা ভীষণই ভয়ঙ্কর। আমারই ওনার জন্য ভয় লাগছে। '' কেউ লিখেছেন, ''ওনাকে (ক্যাট) দোষ দিয়ে লাভ নেই। উনিও তো মানুষ। ওনারও একটা ব্যক্তিগত জীবন রয়েছে। সেটাকে সম্মান করা উচিত। উনি যথেষ্ঠ পরিশ্রম করেন। ''

আরও পড়ুন-জায়রার অভিনয় ছাড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুপম খের, রবিনা ট্যান্ডন সহ অনেকেই

কেউ আবার লিখেছেন দাবাং ট্যুরের সময় সলমনের কিছু ভক্ত ক্যটরিনার সঙ্গে খারাপ ব্যবহারও করে, কিন্তু তা সত্ত্বেও পুরো পরিস্থিতিকে ঠাণ্ডা মাথায় সামাল দেন ক্যাটরিনা।

তবে শুধু ক্যাটরিনাকেই নয়, এর আগেও বহু বলি তারকাকেই ভক্তদের জবরদস্তি সেলফি তোলার চেষ্টার জন্য সমস্যায় পড়তে হয়েছে। 

 

আরও পড়ুন-থাইল্যান্ডে মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন অভিনেতা রাজীব সেন

.