চিনা মোবাইল সংস্থার সঙ্গে কোটি টাকার চুক্তি বাতিল করলেন কার্তিক আরিয়ান!
চিনা মোবাইল সংস্থার সঙ্গে কোটি টাকার চুক্তি বাতিল করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান!
নিজস্ব প্রতিবেদন : ভারত-চিন সম্পর্কের অবনতি, সেই আঁচ গিয়ে লাগল বলিউডেও। লালফৌজদের বাড়বাড়ন্তর প্রতিবাদে চিনা মোবাইল সংস্থার সঙ্গে কোটি টাকার চুক্তি বাতিল করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান!
'টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুসারে কার্তির চিনা মোবাইল সংস্থা 'ওপ্পো' কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। যে মোবাইল সংস্থার অফিস চিনের গুয়াংডং প্রদেশের দাগুয়ানে অবস্থিত। নিয়ম অনুযায়ী যদি কোনও অভিনেতা নির্দিষ্ট কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সেই কোম্পানির পন্যই তুলে ধরতে পারেন। তবে সম্প্রতি কার্তির যে ইনস্টাগ্রাম পোস্ট করেছেন, তাতে তাঁকে অ্যাপেলের আইফোন হাতে দেখা যাচ্ছে। তিনি অ্যাপেলের আইফোন দিয়েই ফ্ল্যাটের বারান্দায় বসে মেঘের ছবি তুলেছেন।
আরও পড়ুন-SOS কলকাতার শ্যুটিং শুরু করেছেন মিমি-নুসরত, উঠে এল তারই কিছু ঝলক
আর এরপরই চিনা মোবাইল সংস্থার সঙ্গে কার্তিকের চুক্তি বাতিলের খবর ছড়িয়ে পড়ে। E-Times-এর প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে কার্তিক চিনা মোবাইল সংস্থা 'ওপ্পো' কোম্পানির কোটি টাকার চুক্তি বাতিল করেছেন। আর তিনিই বলিউডের প্রথম অভিনেতা যিনি এই পদক্ষেপ করেছেন।
প্রসঙ্গত, খুব শীঘ্রই 'দোস্তানা-২'তে জাহ্নবী কাপুরের বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।