কিছুতেই ভয় পায় না দেশের মেয়েরা, প্রধানমন্ত্রীর প্রশংসায় করিনা, দীপিকারা

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা প্রকাশ্যেই করেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান

Updated By: Feb 1, 2021, 02:33 PM IST
কিছুতেই ভয় পায় না দেশের মেয়েরা, প্রধানমন্ত্রীর প্রশংসায় করিনা, দীপিকারা
প্রধানমন্ত্রীর প্রশংসায় দীপিকা, করিনা

নিজস্ব প্রতিবেদন: ​প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন। রবিবার প্রধানমন্ত্রী মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানের পর মুখ খোলেন বলিউডের দুই প্রথম সারির তারকা। রবিবার মন কি বাত অনুষ্ঠানে, দেশের উন্নতিতে মেয়েদের যোগদান আরও বেশি করার আবেদন জানান প্রধানমন্ত্রী। মোদীর মন কি বাত অনুষ্ঠানের পর বিষয়টি নিয়ে মত প্রকাশ করেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। 

করিনা বলেন, বিমান ওড়ানো থেকে শুরু করে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্যারেড, সর্বক্ষেত্রেই দেশের মহিলারা এগিয়ে যাচ্ছেন। কোনও ভয়, ভীতি দেশের মেয়েদের (দেশ কি বেটি) আর আটকে রাখতে পারছে না। নতুন ভারত তৈরি করতে এ দেশের মেয়েরা ক্রমশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন কাপুর-কন্যা। 

আরও পড়ুন : Virushka-র মেয়ে 'ভামিকা' নামের মানে জানেন?

নতুন ভারত গড়তে দেশের মেয়েরা ক্রমশ এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। নিজেকে পরিবর্তন করলে গোটা বিশ্বের পরিবর্তন হবে বলে মত প্রকাশ করেন দীপিকা। মহাত্মা গান্ধীর মন্তব্য়কে তুলে ধরে নারী শক্তি, মন কি বাত এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রশংসা করেন দীপিকা পাড়ুকোন। 

আরও পড়ুন : ফের বাবা হলেন Kapil Sharma, শুভেচ্ছায় ভাসলেন 'হাসির রাজা'

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, এর আগে বহুবার কেন্দ্রের সমালোচনা করে মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। যার জেরে একাধিকবার বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেইসব ঘটনার পর এবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মন কি বাত নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন।

.