Karan Johar: করণের শোয়ে অনুপস্থিত শাহরুখ-সলমন-আমির, কিন্তু কেন?

কেন তাঁর শোয়ে অনুপস্থিত তিন খান, মুখ খুললেন করণ

Updated By: Jul 6, 2022, 12:26 PM IST
Karan Johar: করণের শোয়ে অনুপস্থিত শাহরুখ-সলমন-আমির, কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করণ জোহর(Karan Johar) তাঁর টক শো কফি উইথ করণ সিজন সেভেনের(Koffee With Karan Season 7) জন্য প্রস্তুত। ইতিমধ্যেই শোয়ের প্রোমো ভাইরাল নেটপাড়ায়। কিন্তু প্রোমোতে দেখা মেলেনি তিন খানের একজনকেও। তাহলে কি শুধু নয়া প্রজন্মের স্টারেদের নিয়েই শুধু আড্ডা দিতে ইচ্ছুক করণ?

করণ তাঁর শো প্রসঙ্গে বলেন,'অভিনেতারা অন্য কোথাও একই কথা বলতে পারেন কিন্তু তাঁরা যখন আমার শোতে এটি বলে তখন তাঁরা বাজে প্রতিক্রিয়া পান। লোকেরা তাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে কারণ তারা 'কফি উইথ করণ'-এ কিছু বলেছে। আমার শো এর খ্যাতিই আমায় বরবাদ করেছে।'

আরও পড়ুন: Kaali poster row: 'কালী' বিতর্কে অনুশোচনা প্রকাশ কানাডার মিউজিয়াম কর্তৃপক্ষের

তিন খানের প্রসঙ্গে করণ জানান, সলমন, আমির বা শাহরুখকে তিনি এবার শোয়ে নিয়ে আসতে পারেননি এবং এমনকি রণবীর কাপুরও বলেছিলেন যে তিনি এবার আসবেন না। তিনি  করণ বলেন,'তিন খান এই সিজনে আসছে না, তাদের টানার ক্ষমতা আমার নেই। আমি তাদের পার্টির জন্য পেতে পারি কিন্তু আমার শোতে না। আমি তিন খানের মধ্যে দুজনকেও ম্যানেজ করতে পারি না। রণবীর বলেছেন তিনি আসবেন না। তিনি বললেন আমি কিছু বলব এবং আমার কিছু সমস্যা হতে পারে তাই আমি আসতে চাই না।'

আরও পড়ুন: Kaali poster row: ছবির পোস্টারে ধূমপানে মশগুল 'কালী', পরিচালকের বিরুদ্ধে দায়ের FIR

শোটি দর্শকদের অনেক বিনোদন দিয়েছে তবে এই শো করণকে চিরস্থায়ী সমস্যায়ও ফেলেছে, যেমন স্বজনপোষণের বিষয়। করণ বলেন,'স্বজনপোষণ এমন একটি বিষয় যা এই শোতে শুরু হয়েছিল এবং এটি এখন পর্যন্ত আমাকে বা ইন্ডাস্ট্রিকে ছেড়ে যায়নি। আমি এর জন্য ট্রোলড হয়েছি এবং এর জন্য গালাগালাজও করা হয়েছে কিন্তু এখন আমি আর এতে বিরক্ত হই না।"

আরও পড়ুন: Rajamouli-Mahesh Babu: রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশবাবু!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.