কৃষিআইনের বিরোধিতায় কৃষক আন্দোলনের মাঝে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে
অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন নেটিজেনদের একাংশ।
নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের আনা নতুন কৃষিআইনের প্রতিবাদে সরব পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। নতুন কৃষিআইনের প্রতিবাদে মিছিল করে এসে রাজধানী দিল্লিতে জমায়েত করেন কৃষকরা। এরই মাঝে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠল অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন নেটিজেনদের একাংশ।
ঠিক কী ঘটেছে?
কেন্দ্রের কৃষিআইনের প্রতিবাদে উত্তরভারতের বহু কৃষক মিছিল করে দিল্লিতে পৌঁছন। যে মিছিলে হাঁটতে দেখা যায় এক বৃদ্ধাকে। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। মিছিলে হাঁটা বৃদ্ধাকে 'শাহিন বাগ'-এর দাদি বিলকিস বানো ভেবে ভুল করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সে প্রসঙ্গে একটি টুইটও করেন অভিনেত্রী। কঙ্গনা লেখেন, ''হা হা হা, এটা তো সেই দাদি, যিনি কিনা টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে সর্বাধিক প্রভাবশালীদের মধ্যে একজন। যাঁকে ১০০ টাকায় ভাড়া পাওয়া যায়। ভারতকে ছোট করতে পাকিস্তান আন্তার্জিক জনসংযোগ আধিকারিককে হাইজ্যাক করেছিল। আন্তার্জাতিক ক্ষেত্রে আমাদের পক্ষে কথা বলার জন্যও নিজস্ব লোক দরকার।''
কঙ্গনা অবশ্য পরে নিজের এই টুইটটি ডিলিট করে দেন। তবে ততক্ষণে তাঁর টুইটের স্ক্রিনশট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। টাকা নিয়ে ওই বৃদ্ধা মিছিলে যোগ দিয়েছেন বলে যে অভিযোগ কঙ্গনা করেছিলেন, সেপ্রসঙ্গ ধরেই তাঁকে একহাত দেন নেটিজেনদের একাংশ। কঙ্গনা ভুয়ো খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
What a fall @KanganaTeam!
Shame on u for amplifying this baseless & false claim by trolls.
Have some respect for old dadis fighting for their rights.
Why do u think both are same. Also, So what if both are same? Not everyone award winner is available for money. #FarmerProtest pic.twitter.com/UrVHfPrDbx— Mohammed Zubair (@zoo_bear) November 28, 2020
This is a false claim by @KanganaTeam. She has now deleted her tweet. Do not forget how she's using her position to pull down and discredit those who are not privileged, and fighting for their rights. She is EXACTLY what she claims to be fighting against. pic.twitter.com/h1huGvf9Ki
— Pratik Sinha (@free_thinker) November 28, 2020
Hello @KanganaTeam, how much money you’re getting to spread fake propaganda?? 2 rupees? pic.twitter.com/TrbvJmlS6c
— St. Sinner (@retheeshraj10) November 28, 2020
Shameless @KanganaTeam was calling Farmers protest as paid, Deleted when caught pic.twitter.com/yRUgsjALlT
— Nehr_who? (@Nher_who) November 28, 2020
Absolutely shameful @KanganaTeam https://t.co/gk6TogGiGk
— Sayema (@_sayema) November 28, 2020
Apparently by spreading fake news @KanganaTeam has proved she is a premium B.H.A.N.D pic.twitter.com/9uVJMyTW1d
— Mr.Fixit (@yippeekiyay_dk) November 28, 2020
এদিকে নেটিজেনদের আক্রামণের মুখে পড়ে একজনকে জবাব দিতেও ছাড়েননি অভিনেত্রী।
Getting too excited huh..... calm down so much excitement not good for weak hearted Jai Chand like you. It’s not a false news my sources still verifying. And who is your source dummy? Sherlock Holmes himself?
— Kangana Ranaut (@KanganaTeam) November 28, 2020
এদিকে কেন্দ্রের আনা কৃষিআইনের প্রতিবাদে কৃষকদের পথে নামাকে সমর্থন করেছেন স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনু সুদের মত তারকারা।