দেশের অস্কারে রানি কাহিনির জয়জয়কার

Updated By: Mar 24, 2015, 05:18 PM IST
দেশের অস্কারে রানি কাহিনির জয়জয়কার

 

ওয়েব ডেস্ক: বয়ফ্রেন্ডের কাছে প্রতারিত এক মেয়ের একাই হানিমুনে যাওয়ার কাহিনি 'ক্যুইন' ৬৬ তম জাতীয় পুরস্কারে সেরার পুরস্কার পেল। বছরের সেরা সিনেমার পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারও ক্যুইন সিনেমার ঝুলিতে গেল। ক্যুইনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া কঙ্গন রানওয়াতকে নিয়ে অবশ্য অন্য একটি প্রশ্ন ঘোরাফেরা করছে।

তা হল কোনও রকম পুরস্কার অনুষ্ঠানে যান না কঙ্গনাকে, ৩ মে রাষ্ট্রপতির কাছে যাবে তো বলিউডের নতুন ক্যুইন। কঙ্গনাকে ট্যুইটে অভিনন্দন জানিয়েছেন বলিউডের কলাকুশলীরা। ২০০৮ সালে ফ্যাশান ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা।

প্রিয়াঙ্কা চোপড়ার 'মেরি কম' বছরের জনপ্রিয়তম সিনেমা নির্বাচিত হয়েছে। তবে সবচেয়ে বড় চমক সেরা অভিনেতার পুরস্কার হায়দারের জন্য শাহিদ কাপুর কিংবা পিকে-র জন্য আমির খান নন এই পুরস্কার পেলেন কানাডা অভিনেতা বিজয় (নানু আভানালা আভালু ছবির জন্য)।  

.