অ্যাসিড আক্রান্ত রঙ্গোলির চিকিৎসার জন্য আমি নিম্নমানের ছবিও করেছি: কঙ্গনা

 রঙ্গোলির চিকিৎসার প্রয়োজনে টাকা জোগাড় করতে অনেককিছুই করতে হয়েছিল কঙ্গনাকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 20, 2020, 04:52 PM IST
অ্যাসিড আক্রান্ত রঙ্গোলির চিকিৎসার জন্য আমি নিম্নমানের ছবিও করেছি: কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন : অ্যাসিড হামলার (Acid Attack) শিকার রঙ্গোলিকে (Rangoli Chandel) ভালো ডাক্তার দেখানোর জন্য আমি একসময় কিছু নিম্নমানের ছবি, অপ্রয়োজনীয় চরিত্রেও অভিনয় করেছি। সম্প্রতি বলিউডে নিজের কেরিয়ার ও লড়াই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জানালেন, সেই সব শুরুর দিনের কথা যেসময় রঙ্গোলির চিকিৎসার প্রয়োজনে টাকা জোগাড় করতে অনেককিছুই করতে হয়েছিল কঙ্গনাকে (Kangana Ranaut)।

সম্প্রতি 'মুম্বই মিরর'-কে তাঁর আগামী ছবি 'পাঙ্গা' (Panga) নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় পুরনো দিনের অনেক কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কঙ্গনার কথায়, ''তখন আমার বয়স মাত্র ১৯, আমার সামনে তখন উজ্জ্বল ভবিষ্যৎ। যখন আমার বোনের সঙ্গে বিকৃত মানসিকতার কিছু লোক ভয়ঙ্কর ঘটনা ঘটাল, তখন এইরকম একটা ঘটনার সঙ্গে লড়াই করা মোটেও সহজ ছিল না। তখন আর্থিকভাবে লড়াই করাটাও অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তখন আমি এতটাও প্রতিষ্ঠিত হয়ে উঠি নি। অথত আমি দেখছি, আমার সামনে একটা মেয়ে মানসিক অবসাদের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমি বুঝলাম, এই মুহূর্তে বাড়ি বসে কাঁদলে চলবে না। সেসময় অনেক নিম্নমানের ছবিও আমি করেছি, এমন অনেক চরিত্র করতেই আমি রাজি হয়ে যাই, যে চরিত্রটি আমার জন্য বিন্দুমাত্র উপযুক্তও নয়। আমার তখন একটাই লক্ষ্য ছিল যে আমি যেন আমার বোনকে দেশের সেরা ডাক্তার দেখাতে পারি, আমার বোনের ৫৪টি অস্ত্রপচার হয়েছিল।''

আরও পড়ুন- শাবানা আজমিকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছে, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বনি কাপুর

আরও পড়ুন-টিকটক ভিডিওতে অ্যাসিড পোড়া 'লুক' চ্যালেঞ্জ, সমালোচনার মুখে দীপিকা

কঙ্গনার কথায়, ''এখন আমি স্বাবলম্বী, আমার এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেক লড়াই রয়েছে। তবে সেদিনটা এইরকম ছিল না, যেদিন আমি বাড়ি ছেড়ে মুম্বইতে এসেছিলাম। আমি তখন একা থাকতাম, সেসময় আমার একা থাকার সুযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করেছে। তবে এই লড়াই আমায় অনেক কিছুই শিখিয়েছে। তবে আমি কখনওই চাইব না, ভবিষ্যতে আমার সন্তানরা এধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক।''

প্রসঙ্গত, অশ্বিনী আইয়ার ত্রিপাঠির পরিচালনায় 'পাঙ্গা' ছবিতে কঙ্গনা (Kangana Ranaut) একজন কাবাডি (Kabaddi)খেলোয়াড়ের মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।

.