আয়কর হানার পর তথ্য লোপাট Taapsee, Anurag-এর ফোন থেকে? সরব Kangana
টুইট করেন কঙ্গনা রানউত
নিজস্ব প্রতিবেদন: তাপসী পান্নু এবং অনুরাগ কাশ্যপের বাড়িতে আয়কর হানা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে বলিউড জুড়ে। ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগের জেরেই অনুরাগ কাশ্যপ, বিকাশ বেহল এবং তাপসী পান্নুর বাড়িতে চালানো হয় তল্লাসি। আয়কর হানার পর তাপসী এবং অনুরাগের ফোন থেকে বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। যে বিষয়টি প্রকাশ্যে আসতেই এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত ।
IT department claims data from their phones has been wiped off, money laundering numbers and involvement of stakeholders can be shocking,I had my suspicions when I saw them provoke migrant labourers with some high budget anti India animation advertisements https://t.co/kjd8oJVmPv
— Kangana Ranaut (@KanganaTeam) March 5, 2021
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন কঙ্গনা (Kangana Ranaut)। তিনি বলেন, তাপসী এবং অনুরাগের ফোন থেকে যে তথ্য প্রমাণ মুছে দেওয়া হতে পারে, সেই সন্দেহ তাঁর আগে থেকেই হয়েছিল। আর্থিক প্রতারণার অভিযোগে যখন তাপসী পান্নু (Taapsee Pannu), অনুরাগ কাশ্যপদের (Anurag Kashyap) বাড়িতে তল্লাসি চালানো হচ্ছে, সেই সময় এই বলিউড (Bollywood) ব্যক্তিত্বদের ফোন থেকে যেভাবে তথ্য লোপাট করার অভিযোগ উঠছে, তা সত্যিই লজ্জাজক বলে অভিযোগ করেন 'ধাকড়' অভিনেত্রী। তাপসী, অনুরাগরা যখন পরিযায়ী শ্রমিকদের তাঁতাতে শুরু করেন তখন থেকেই তাঁর এই সন্দেহ দানা বাঁধতে শুরু করে বলে দাবি করেন কঙ্গনা।
আরও পড়ুন : Anurag, Taapsee, Vikas-র বাড়িতে আয়কর হানা
তাপসীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে যখন সরব হচ্ছেন কঙ্গনা , সেই সময় টুইটার সরগরম হয়ে ওঠে একের পর এক টুইট, পালটা টুইটে।