দেশকে অন্ধকূপ থেকে টেনে তুলছেন মোদী, আরও সময় চাই : কঙ্গনা

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে তাঁর পছন্দ তা প্রথম থেকেই জানিয়ে এসেছিলেন কঙ্গনা। 

Updated By: Jul 29, 2018, 03:31 PM IST
দেশকে অন্ধকূপ থেকে টেনে তুলছেন মোদী, আরও সময় চাই : কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন: বেশকিছুদিন আগেই বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াতের রাজনীতিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। এমনকি তিনি নির্বাচনে লড়ছেন বলেও খবর শোনা গিয়েছিলে। যদিও পরে তিনি তাঁর রাজনীতিতে আসার খবর একপ্রকার অস্বীকারই করেন কঙ্গনা। তাঁর কথায়, '' আমি যেধরনের পোশাক পরি, তা মেনে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল আমাকে তাঁদের দলে নিতে চায় তাহলে তাহলে আমার আপত্তি নেই। আসলে রাজনীতি খারাপ নয়, তবে রাজনৈতিক নেতারা যেধরনের পোশাক পরে তা আমার পছন্দ নয়।'' তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে তাঁর পছন্দ তা প্রথম থেকেই জানিয়ে এসেছিলেন কঙ্গনা। এবার ফের একবার নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী।

সম্প্রতি, শর্ট ফিল্ম 'চলো জিতে হ্যায়' স্ক্রিনিংয়ে যোগ দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। যে শর্ট ফিল্মটি নরেন্দ্র মোদীর প্রথম জীবনের প্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। সেখানে গিয়ে ছবিটি সম্পর্কে কঙ্গনা বলেন, ''ছবিটি ভীষণই সুন্দরভাবে নির্মিত হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর ছেলেবেলায় ভীষণই সংবেদনশীল শিশু ছিলেন, যাঁর জীবন বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে কেটেছে। তবে আমার মনে হয়, এই ছবিটা যতটা না নরেন্দ্র মোদীর সম্পর্কে তুলে ধরা হয়েছে, তার থেকেও এখানে বেশি উঠে এসেছে আমাদের কথা। সমাজের প্রয়োজনে কীভাবে সকলকে জেগে উঠতে হবে। যদিও এই ছবিতে নরেন্দ্র মোদীর জীবনের খুব সামান্য অংশই উঠে এসেছে।''

আরও পড়ুন-শত্রুঘ্ন সিনহার বাড়িতে অঘটন, চলল গুলি

আরও পড়ুন- এশিয়ান গেমসের আগে ভারতীয় অ্যথলিটদের জন্য এটাই করলেন অক্ষয়

এই অনুষ্ঠানেই কঙ্গনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, '' তিনি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) হওয়ার জন্য এক্কেবারে উপযুক্ত মানুষ। তিনি তাঁর বাবা-মায়ের জন্য এই জায়গায় পৌঁছননি, তিনি এই জায়গায় পৌঁছেছেন কারণ তিনি গণতান্ত্রিক এই দেশেকে চালনা করার জন্য এক্কেবারে উপযুক্ত নেতা। আমার তাঁকে নির্বাচিত করেছি। তিনি আজ যে জায়গায় আছেন, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। তাঁর যোগ্যতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ''

পাশাপাশি কঙ্গনাকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদীর কি আগামী নির্বাচনের পরেও প্রধানমন্ত্রী থাকা উচিত? এই প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, '' অবশ্যই। কেন নয়? ৫ বছর একটা দেশকে অন্ধকূপ থেকে বের করা সম্ভব নয়। আর আমাদের দেশ এখনও সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। আমদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করি উচিত। ''

যদিও এদিনও তিনি নিজের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি কঙ্গনা রানাওয়াত। বেশকিছুদিন আগে Zee কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে বলেছিলেন, '' আমি রাজনীতিতে যোগ দেওয়ার বিরোধী নই। তবে রাজনীতিতে যোগ দেওায়ার মতো বয়সে তিনি এখনও পৌঁছননি। তবে দেশের প্রয়োজনে আমাকে যেখানে প্রয়োজন হবে আমি সেখানে পৌঁছে যাব।''

আরও পড়ুন-যৌন কর্মী হতে চেয়েছিলেন এই ভোজপুরি সুপারস্টার! ফাঁস হল গোপন কথা

.