বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, সিনে পাড়ার শ্রমিকদের ১০ লক্ষ দিলেন কঙ্গনা

থলাইভির শ্যুটিং মাঝ পথেই বন্ধ হয়ে যায় লকডাউনের জেরে 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 21, 2020, 07:37 PM IST
বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, সিনে পাড়ার শ্রমিকদের ১০ লক্ষ দিলেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে বন্ধ শ্যুটিং। কাজ বন্ধের জেরে সমস্যায় পড়েছেন দৈনিক রোজগেরে শ্রমিকরা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কয়েক হাজার দৈনিক শ্রমিকের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন শাহরুখ, সলমন, অক্ষয়, হৃত্বিকরা। এবার সেই তালিকায় যুক্ত হল কঙ্গনা রানাউতের নাম।
লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে থলাইভির শ্যুটিং। ফলে সংশ্লিষ্ট সিনেমার সঙ্গে যুক্ত দৈনিক রোজগেরে শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন কঙ্গনা। থলাইভির সঙ্গে যুক্ত শ্রমিকদের সাহায্যের জন্য ১০ লক্ষ অনুদান দেন বলিউড কুইন। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষের অনুদান দেন কঙ্গনা।
এদিকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মুম্বইয়ের এক প্রসিদ্ধ হল মালিকের পাশে দাঁড়ানোর বার্তা দেন অক্ষয় কুমার। মারাঠা মন্দিরের মালিক মনোজ দেশাই যাতে কর্মীদের এপ্রিল ও মে মাসের বেতন নির্দিদ্ধায় দিতে পারেন, তার জন্য বিনা শর্তে তাঁকে সাহায্যের আশ্বাস দেন আক্কি।

.