Kangana-Karan Controversy: তর্ক-বিতর্ক, তরজা-কটাক্ষের মাঝেই ফের একমঞ্চে কঙ্গনা-করণ

৮ নভেম্বর দিল্লিতে একই মঞ্চে উপস্থিত থাকবেন করণ ও কঙ্গনা

Updated By: Nov 3, 2021, 12:52 PM IST
Kangana-Karan Controversy: তর্ক-বিতর্ক, তরজা-কটাক্ষের মাঝেই ফের একমঞ্চে কঙ্গনা-করণ

নিজস্ব প্রতিবেদন: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ও করণ জোহরের (Karan Johar) দ্বৈরথ কারোর অজানা নয়। টেলিভিশন শো থেকে শুরু হওয়া বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে গোটা বলিউডে (Bollywood)। কার্যত দুভাগে ভাগ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি (Industry)। এরপর নানা ঘটনাতেই একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁরা। তবে সেই টেলিভিশন শোয়ের পর সামনা সামনি দেখা করেননি তাঁরা। এবার ফের একই মঞ্চে হাজির হতে চলছেন কঙ্গনা ও করণ। ৮ নভেম্বর দিল্লিতে পদ্মশ্রী সম্মানে(Padmashri Award) সম্মানিত করা হবে করণ জোহর ও কঙ্গনা রানাওয়াতকে। সেখানেই একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন তাঁরা। এছাড়াও এদিন পদ্মশ্রী সম্মান গ্রহণ করবেন প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। 

কফি উইথ করণ শোয়ে নিজের ছবি রেঙ্গুনের প্রচারে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত, সঙ্গে ছিলেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। কথায় কথায় কঙ্গনা বলে বসেন যদি কখনও কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হয় তাহলে সেই ছবিতে করণের জন্য একটা রোল পাকা। ইন্ডাস্ট্রির বড় একজন প্রযোজকের চরিত্রে দেখা যাবে তাঁকে, 'মুভি মাফিয়া' (Movie Mafia) কিংবা 'স্বজনপোষণের ধ্বজাধারী' কোনও চরিত্র। কঙ্গনার কথায় অবাক হয়ে যান করণ ও শাহিদ। সেই মুহূর্তে তাঁরা হাসলেও শোয়ের পরই বোঝা যায় কঙ্গনার এই মন্তব্য মোটেই মজার ছলে গ্রহণ করেননি তিনি। 

আরও পড়ুন: Happy Birthday SRK: মন্নতের বাইরে ভিড়, অনুরাগীদের জন্য জল-খাবার পাঠালেন শাহরুখ

এরপরই করণের সমর্থনে নেপোটিজম (Nepotism)  বা স্বজনপোষণ নিয়ে কঙ্গনার বিরুদ্ধে একটি অ্যাওয়ার্ড শোয়ে মজা করতে দেখা যায় সইফ আলি খান (Saif Ali Khan) ও বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)। করণ ও কঙ্গনার তরজায় কার্যত দুভাগে ভাগ হয়ে যায় বলিউড। এরপর প্রায়ই নানা বিষয়ে একে অপরকে কটাক্ষ করতে পিছপা হননি তাঁরা। তবে করণের পদ্মশ্রী পাওয়ার খবর শুনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.