পুরুষের জন্য যৌনতা একটা মজা, নারীর ক্ষেত্রে তা অপরাধ: কঙ্গনা
নিজস্ব প্রতিবেদন: নারীবাদী, কিন্তু তিনি একেবারেই পুরুষ বিদ্বেষী নন, নিজেকে নিয়ে এই ভাবনাই বারেবারে প্রতিষ্ঠিত করেছেন বলি ক্যুইন কঙ্গনা। তবে বলিউডে স্বজনপোষণ এবং লিঙ্গবৈষম্য নিয়ে তাঁর যা অভিযোগ তা তাঁর বক্তব্যের ধারপাশ দিয়েও যায় না। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, "পুরুষের জন্য যৌনতা একটা মজা, নারীর ক্ষেত্রে তা অপরাধ"। আর বলি ক্যুইনের এই বক্তব্য নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
বি-টাউন নিয়ে কঙ্গনার অভিযোগ, বলিউডে নাকি পুরুষতান্ত্রিক ব্যবস্থা কায়েম রয়েছে, আর যার মাশুল গুনতে হয় মেয়েদের। "বাবারা তাঁদের ক্যাসেনোভা ছেলের সমস্ত কিছু মেনে নেয়, কিন্তু মেয়ে হলে তাঁকে থাকতে হয় ঘেরাটোপের মধ্যে", টেলিভিশন সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও এই একই অভিযোগে সরব ছিলেন বলি ডিভা কঙ্গনা রানাওয়াত।