Tribhanga: ওডিশি নৃত্যশিল্পীর ভূমিকায় মন কাড়লেন Kajol
আগামী ১৫ জানুয়ারি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে এই ছবি।
নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতে অনুরাগীদের কাছে এবার ভিন্ন চরিত্রে হাজির কাজল। এবার তিনি ওডিশি নৃত্যশিল্পীর ভূমিকায়। সৌজন্যে 'ত্রিভঙ্গ'। নতুন বছরের শুরুতে প্রকাশ্যে ছবির টিজার। আগামী ১৫ জানুয়ারি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে এই ছবি।
রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকর-কে। অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে 'ত্রিভঙ্গ' ছবিতে। গল্পে উঠে আসবে সম্পর্কে জটিলতার কথা। ছবির টিজারে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে দেখা গেল কাজলকে। ছবির পরিচালক রেণুকা সাহানে লিখেছেন, ''প্রিয় কাজল, তানভি, মিথিলা নাকি আনু, নয়ন, মাশা আমি কী বলে ডাকব। এরা রক্ত, মাংস, দুর্বলতা, শক্তি, অশ্রু ও হাসি দিয়ে চরিত্রগুলিকে আমার কল্পনার থেকেও বেশি বাস্তব করে তুলেছে। ত্রিভঙ্গর হৃদয়, আত্মার সঙ্গে জুড়ে যাওয়ার জন্য কাজল, তনভি, মিথিলাকে ধন্যবাদ।'' ছবির টিজারটি টুইটারে শেয়ার করেছেন কাজল।
আরও পড়ুন-কহো না প্যায়ার হ্যায়-এর গানে জমিয়ে নাচ, মিকার সঙ্গে গলাও মেলালেন Hrithik Roshan
Tribhanga, matlab, tedhi, medhi, crazy, but sexy. #Tribhanga, premieres 15 January, only on Netflix. @ajaydevgn @ADFFilms @Banijayasia @deepak30000 @NegiR @AlchemyFilms @sidpmalhotra @ParagDesai @mipalkar @renukash @Meena_Iyer @KumarMangat @netflix pic.twitter.com/cfPYloOsI1
— Kajol (@itsKajolD) Januar'y 1, 2021
'ত্রিভঙ্গ' ছবিটির প্রযোজনা করেছেন অজয় দেবগন। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছন রেণুকা সাহানে। প্রায় ৬ বছর ধরে ত্রিভঙ্গ তাঁর জীবনের অঙ্গ হয়ে উঠেছে বলেও লিখেছেন রেণুকা সাহানে। প্রসঙ্গ এই ছবির হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন কাজল।
আরও পড়ুন-সাপের ছোবল খেতে পারেন! জলে ঝাঁপ দিতে গিয়ে কী কাণ্ডটাই না করলেন পর্দার 'কর্ণ'