কবিয়ালের সুরে মাতোয়ারা জাতীয় পুরস্কার, সবার সেরা সুমন, রূপঙ্কর

ঘোষিত হল ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার. প্রত্যাশামতোই এবারও বাংলা চলচ্চিত্র উচ্চ আসনেই রইল জাতীয় পুরস্কারের মঞ্চে. সেরা সঙ্গীত পরিচালনা ও গায়কের জন্য পুরস্কৃত জাতিস্মর. সেরা বাংলা ছবি বাকিটা ব্যক্তিগত. সেরা মেক আপ ও পোশাক পরিকল্পনার পুরস্কারও পেয়েছে জাতিস্মর.

Updated By: Apr 16, 2014, 06:28 PM IST

ঘোষিত হল ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার. প্রত্যাশামতোই এবারও বাংলা চলচ্চিত্র উচ্চ আসনেই রইল জাতীয় পুরস্কারের মঞ্চে. সেরা সঙ্গীত পরিচালনা ও গায়কের জন্য পুরস্কৃত জাতিস্মর. সেরা বাংলা ছবি বাকিটা ব্যক্তিগত. সেরা মেক আপ ও পোশাক পরিকল্পনার পুরস্কারও পেয়েছে জাতিস্মর.

পুরস্কারের সম্পূর্ণ তালিকা-

সেরা আসামি ছবি- অজেয়
সেরা বাংলা ছবি- বাকিটা ব্যক্তিগত
সেরা হিন্দি ছবি- জলি এলএলবি
সেরা কন্নড় ছবি- ডিসেম্বর ১
সেরা কোঙ্কনি ছবি- বাগা বিচ
সেরা মলায়লম ছবি- নর্থ ২৪ কদম
সেরা মারাঠি ছবি- আছা দিভাজ মাঝা
সেরা তামিল ছবি- থাঙ্গা মিনকাল
সেরা তেলুগু ছবি- না বাঙ্গারু তাল্লি
সেরা ইংরেজি ছবি- দ্য কফিন মেকার

সামাজিক ইস্যুভিত্তিক সেরা ছবি(ফিচার)-তুহিয়া ধর্মা কোঞ্ছা (মারাঠি)
সামাজিক ইস্যুভিত্তিক সেরা ছবি(নন ফিচার)-গুলাবি গ্যাং
সেরা শিশু চলচ্চিত্র- কফল
সেরা নবাগত পরিচালকের ইন্দিরা গান্ধী পুরস্কার-ফান্দ্রি ছবির জন্য নাগরাজ মঞ্জুলে
সেরা ফিচার ফিল্ম- শিপ অফ থেসিয়াস
জাতীয় ইস্যুতে সেরা ফিচার ফিল্মের নার্গিস দত্ত পুরস্কার- থলাইমুরাইগল(তামিল)
সেরা স্পেশাল এফেক্টস- জল

সেরা বিনোদনমূলক জনপ্রিয় ছবি- ভাগ মিলখা ভাগ
সেরা পরিচালনা- শহিদ ছবির জন্য হনসল মেহতা
সেরা অভিনেতা- শহিদ ছবির জন্য রাজকুমার ও মলায়লম অভিনেতা সূরজ ভেঞ্জারমুদু
সেরা অভিনেত্রী-গীতাঞ্জলি থাপা(লায়ারস ডাইস)
সেরা সহ অভিনেতা- জলি এলএলবি ছবির জন্য সৌরভ শুক্লা
সেরা সহ অভিনেত্রী- অস্তু ছবির জন্য অমৃতা সুভাষ ও শিপ অফ থেসিয়াসের জন্য আলিয়া এল কাশিফ

সেরা প্লেব্যাক(গায়ক)- জাতিস্মর ছবির জন্য রূপঙ্কর
সেরা প্লেব্যাক (গায়িকা)- বেলা শিন্ডে (মারাঠি ছবির জন্য)
সেরা সংলাপ- মারাঠি ছবি অস্তু
সেরা সাউন্ড ডিজাইন- মাদ্রাস ক্যাফে
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড- ইয়েলো ও মিস লভলি
সেরা কোরিওগ্রাফি- গনেশ আচারিয়া(মস্তো কা ঝণ্ড)
সেরা সঙ্গীত পরিচালনা- জাতিস্মর (কবীর সুমন)

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড- অঞ্জলি পাতিল, শিশু শিল্পী চন্দনা রায়
সেরা শর্ট ফিকশন(নন ফিচার)- মন্দ্রাকে! মন্দ্রাকে!
সেরা ছবি(নন ফিচার)- রঙ্গভূমি ছবির জন্য কমল স্বরূপ
সেরা এনভয়রমেন্টাল ছবি এগিকালচার- ফরেস্টিং লাইফ (হিন্দি, আসামি)
সেরা প্রোমোশনাল ছবি- চেসিং দ্য রেনবো ও কুশ
সেরা মেক আপ- জাতিস্মর
সেরা পোশাক পরিকল্পনা- জাতিস্মর

সেরা পরিচালক- প্রাঞ্জল দুয়া (চিড়িয়া উড়, হিন্দি)
সেরা শিশু শিল্পী- সোমনাথ অঘাড়ে (ফান্দ্রি)

.