এক ফ্রেমে জুহি-সুহানা, শাহরুখ কী বললেন জানেন?

Updated By: Nov 3, 2017, 11:02 PM IST
এক ফ্রেমে জুহি-সুহানা, শাহরুখ কী বললেন জানেন?

নিজস্ব প্রতিবেদন : একসঙ্গে একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান জুহি চাওলা। রাজু বন গয়া জেন্টল ম্যান (১৯৯২), ডর (১৯৯৩), রাম জানে (১৯৯৫), ইয়েস বস (১৯৯৭), ডুব্লিকেট (১৯৯৮), ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানী (২০০০), ওয়ান টু কা ফোর (২০০১), পহেলি (২০০৫), ভূতনাথ (২০০৮) সহ আরও অনেক বলিউড ফিল্মেই দেখা গেছে শাহরুখ-জুহি জোড়িকে। তবে শুধু অন স্ক্রিনই নয়, পর্দার বাইরেও এই দুই তারকার বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে। এমনকি প্রথমদিকে জুহি- শাহরুখ দুজনে একসঙ্গে আজিজ মিরজার সঙ্গে মিলে 'ড্রিমজ আনলিমিটেড' নামে একটি প্রোডাকশন হাউজও খুলেছিলেন। পরবর্তীকালে অবশ্য এই 'ড্রিমজ আনলিমিটেড' ভেঙে গিয়ে  রেড চিলি এন্টারপ্রাইজ -এ পরিবর্তীত হয় যার মালিক শাহরুখ-গৌরী। 

প্রথমে  জুহি-শাহরুখ মিলেই  কলকাতা নাইট রাইডার্সও কিনেছিলেন। যদিও শাহরুখের ৫২ বছরের বার্থ পার্টিতে উপস্থিত থাকতে পারেননি জুহি। তবে তাঁকে উপস্থিত থাকতে দেখা গেল শাহরুখ প্রযোজিত 'ইত্তেফাক' ফিল্মের স্পেশাল স্ক্রিনিং-এ। আর সেখানেই শাহরুখ কন্যা সুহানার সঙ্গে দেখা হয়ে যায় জুহির। শাহরুখের লাডলির সঙ্গে ছবি তুলে নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেন জুহি। 

পরে সেই ছবি রি-টুইট করেন কিং খানও। ক্যাপশানে লেখেন দুজনকেই খুব মিষ্টি দেখাচ্ছে।

আরও পড়ুন- বাবার বার্থ ডে পার্টিতে বাইক রেস করতে গিয়ে আহত শাহরুখ কন্যা সুহানা

.