তবলার তালে তেণ্ডুলকর
যে রাধেঁ, সে চুলও বাঁধে। আবার, যিনি ব্যাট হাতে কয়েকটা প্রজন্ম শাসন করেন, তিনি বাদ্যযন্ত্র হাতেও মন্দ পারফর্ম করেন না। সেটা আবার প্রমাণ হল। এক মঞ্চে এক জোড়া কিংবদন্তী! ক্রিকেট এবং সুর-তাল-ছন্দ। সচিন রমেশ তেণ্ডুলকর এবং জাকির হোসেন। গত কাল এমনই এক বিরল অভিজ্ঞতার সাক্ষী রইল মুম্বাই। তাঁরা একত্রে পরিবেশন করলেন যুগলবন্দী। তবে এই যুগলবন্দী যতটা না সুরের তার চেয়েও বেশি মহত্ প্রতিভার।
ওয়েব ডেস্ক: যে রাঁধে, সে চুলও বাঁধে। আবার, যিনি ব্যাট হাতে বিশ্ব শাসন করেছেন, তিনি বাদ্যযন্ত্র হাতেও মন্দ পারফর্ম করেন না, সেটা আবারও প্রমাণ হল। এক মঞ্চে এক জোড়া কিংবদন্তী! ক্রিকেট এবং সুর-তাল-ছন্দ। সচিন রমেশ তেণ্ডুলকর এবং জাকির হোসেন। গত কাল এমনই এক বিরল অভিজ্ঞতার সাক্ষী রইল মুম্বাই। তাঁরা একত্রে পরিবেশন করলেন যুগলবন্দী। তবে এই যুগলবন্দী যতটা না সুরের তার চেয়েও বেশি মহত্ প্রতিভার।
স্বয়ং সচিনই এই ভিডিওটি পোস্ট করেছেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে। ভক্তদের দেখার সুযোগ করে দিয়েছেন ক্রিকেটের ভগবান নিজেই। নিচের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে চোখ ধন্য করুক সচিন ও জাকির হোসেন অনুরাগীরা-