Miss India 2022: মিস ইন্ডিয়ার ফাইনালে প্রথম আদিবাসী প্রতিনিধি রিয়া তিরকে, লড়াইয়ে গড়লেন ইতিহাস!

২০১৫ সাল থেকে এই দিনটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিয়া। শেষমেশ ৮ বছরের কঠিন পরিশ্রমের পর মঞ্চে ধরা দিল সাফল্য। 

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 4, 2022, 05:40 PM IST
Miss India 2022: মিস ইন্ডিয়ার ফাইনালে প্রথম আদিবাসী প্রতিনিধি রিয়া তিরকে, লড়াইয়ে গড়লেন ইতিহাস!
রিয়া তিরকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাধীনতার পর ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। ৭৫ বছর পর দেশের কোনও বিউটি পেজেন্টের ফাইনালে প্রথমবার কোনও আদিবাসী যুবতী। মিস ইন্ডিয়ার (Miss India 2022) ফাইনালে প্রথম আদিবাসী প্রতিনিধি রিয়া তিরকে (Riya Tirkey)।

২০২২-এর মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন কর্নাটকের ২১ বছরের সিনি শেট্টি। প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবান শেখওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তরপ্রদেশের শিনাটা চৌহান। তবে খেতাব জিততে না পারলেও, মন জিতে নিয়েছেন ঝাড়খন্ডের ২৪ বছরের যুবতী।

রাজধানী রাঁচির মেয়ে রিয়া তিরকে। রাঁচির বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পড়াশোনা রিয়ার। তারপর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার পিবি সিদ্ধার্থ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে স্নাতক। মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু। অভিনয়েও নিজের ছাপ রেখেছেন।

২০১৫ সাল থেকে এই দিনটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিয়া। শেষমেশ ৮ বছরের কঠিন পরিশ্রমের পর মঞ্চে ধরা দিল সাফল্য। রিয়া স্বপ্ন দেখেন একজন শিল্পদ্যোগী  হিসেবে আদিবাসী সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গর্ব প্রকাশ করেছেন রিয়া তিরকের সাফল্যে। তিনি বলেন, আদিবাসী জনজাতির রিয়া তিরকে নিজের দক্ষতাতেই জাতীয় বিউটি পেজেন্টে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন, Tarun Majumdar Death: "আমার বাবা... আমাকে গড়েছেন," কাঁদতে কাঁদতে বললেন 'ছোট মেয়ে' দেবশ্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.