'তোমার খোলা হাওয়া' গাইলেন জয়া, ভারচুয়াল রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্র নৃত্য মিথিলার

২৫ বৈশাখ কবিগুরুকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়াতে আবারও নিজের গাওয়া সেই গানই শেয়ার করলেন জয়া। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 8, 2020, 07:52 PM IST
'তোমার খোলা হাওয়া' গাইলেন জয়া, ভারচুয়াল রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্র নৃত্য মিথিলার

নিজস্ব প্রতিবেদন : ২০১০ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশের ছবি 'ডুবসাঁতার'-এ নিজের গলায় 'তোমার খোলা হাওয়া' গানটি গেয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার, ২৫ বৈশাখ কবিগুরুকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়াতে আবারও নিজের গাওয়া সেই গানই শেয়ার করলেন জয়া। 

নিজের গাওয়া 'তোমার খোলা হাওয়া' গানটির সঙ্গে রবি ঠাকুরের বেশকিছু পুরনো দুষ্প্রাপ্য ছবির কোলাজও বানিয়েও পোস্ট করেছেন জয়া। ক্যাপশানে লিখেছেন, ''ডুবসাঁতার ছবি থেকে আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্র সঙ্গীত "তোমার খোলা হাওয়া।" আজ কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন''।

আরও পড়ুন-২৫ শে বৈশাখ বাড়িতে থেকেই কবিপ্রণাম শিল্পীদের

অন্যদিকে শাশুড়ি মা অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মা সুমিতা সরকারের আহ্বানে নিজের বাড়িতে বসেই ভারচুয়াল রবীন্দ্রজয়ন্তী পালন করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সৃজিতপত্নী তথা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা তথা সমাজকর্মী মিথিলা ২৫ বৈশাখের সকালে হয়ে উঠেছেন নৃত্যশিল্পী। 'মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছেন মিথিলাকে। নাচের ভিডিয়ো পোস্ট করে মিথিলা লিখেছেন, ''প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাব এর রবীন্দ্রজয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়...আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।''

আরও পড়ুন-''ধায় যেন মোর সকল ভালোবাসা'', ২৫শে বৈশাখের সকালে কবিপ্রণাম বিদীপ্তার

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

তবে শুধু জয়া আহসান ও রাফিয়াত রশিদ মিথিলা-ই নন, এই দিন আরও অনেকেই ভারচুয়াল রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন।

আরও পড়ুন-২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন অমিতাভ বচ্চনের

.