Mahiya Mahi| Jaya Ahsan: ‘অন্তঃসত্ত্বা মাহিয়া মাহি ও তাঁর সন্তানের যেন ক্ষতি না হয়!’ বাংলাদেশ পুলিসকে আবেদন জয়া আহসানের...
Jaya Ahsan on Mahiya Mahi Arrest: 'এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন মাসের নয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিসের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’
Mahiya Mahi, Jaya Ahsan, Bangladesh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে। মাহির বিরুদ্ধে অভিযোগ পুলিসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন তিনি। সৌদি আরব থেকে বাংলাদেশে পা রাখতেই গ্রেফতার করা হল অভিনেত্রী মাহিয়া মাহিকে। ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশ পুলিসের দায়ের করা মামলায় মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়। এদিনই আদালতে পেশ করা হয় তাঁকে। অভিনেত্রীকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিনেত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই তাঁর পুলিসি হেফাজত বাতিল করেছে আদালত। এবার মাহিয়া মাহির হয়ে বাংলাদেশ পুলিসকে অনুরোধ করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সোশ্যাল মিডিয়ায় জয়া আহসান লেখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন মাসের নয় মাসের অন্তঃসত্তা। তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিসের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’
শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। ফেসবুকে মাহিয়া মাহি বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। এর পর তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন এই হামলা নিয়ে।
মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন নামে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন।মাহি এও জানান, দেশে ফিরে ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তিনি জানাবেন। ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিসের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। এরপরেই পুলিসের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা।