ইতিহাসে বাহুবলী, মুক্তির প্রথম দিনেই উপার্জন ৬০ কোটি

ওপেনিং ডে'তেই ইতিহাস তৈরি করল পরিচালক এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস বাহুবলী। এই যুদ্ধ ড্রামার প্রথম পার্ট মুক্তি পেয়েছে সবে গতকাল। মাত্র এক দিনেই সারা বিশ্বে ইতিমধ্যে ৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।

Updated By: Jul 11, 2015, 04:52 PM IST
 ইতিহাসে বাহুবলী, মুক্তির প্রথম দিনেই উপার্জন ৬০ কোটি

ওয়েব ডেস্ক: ওপেনিং ডে'তেই ইতিহাস তৈরি করল পরিচালক এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস বাহুবলী। এই যুদ্ধ ড্রামার প্রথম পার্ট মুক্তি পেয়েছে সবে গতকাল। মাত্র এক দিনেই সারা বিশ্বে ইতিমধ্যে ৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।

''এ এক বিষ্ময়কর শুরুয়ার। প্রাথমিক হিসেবে জানা গেছে এক দিনেই বিশ্বে ৬০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই সিনেমা। এই ভাবে চললে সপ্তাহান্তেই ১০০ কোটি টাকার ক্লাবে হাসতে হাসতে ঢুকে পড়বে বাহুবলী।'' জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট ত্রিনাথ।

এক প্রাচীন রাজ্যের দখল নিয়ে দুই ভাইয়ের যুদ্ধ। এই নিয়ে আবর্তিত হয়েছে এই ফিল্মের কাহিনী। মাল্টিস্টারার এই সিনেমার মূখ্য ভূমিকায় আছেন প্রভাস, রানা ডাগগুবাতি, অনুষ্কা শেট্টি এবং তামান্না ভাটিয়া, নাসীর ও রাময়া কৃষ্ণন।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই সিনেমার কালেকশন ১৫ কোটি টাকা।

সারা পৃথিবীতে এক সঙ্গে ৪০০০টি স্ক্রিনে তেলেগু, তামিক, হিন্দি ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।

 

.