বিয়ের জন্য পছন্দ বিদেশ, রণবীর-দীপিকাকে ইতালির প্রধানমন্ত্রী কি বললেন জানেন!
রিসেপশনের জন্য মুম্বই এবং বেঙ্গালুরুকে বেছে নিয়েছেন রণবীর, দীপিকা
নিজস্ব প্রতিবেদন : রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া থেকে শুরু করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ভারতীয় সেলিব্রিটিদের বিয়ের জন্য অন্যতম পছন্দের দেশ হয়ে উঠেছে ইতালি। বিরাট-অনুষ্কার পর এবার বিয়ের জন্য ফের ইতালিকে বেছে নিয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। আগামী ১৪ তারিখ ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেল্লো নামের একটি বিলাসবহুল প্রাসাদে গাঁটছড়া বাঁধবেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। ১৪ এবং ১৫ তারিখ ওই ভিলায় চলবে 'দিপবীরের' বিয়ের অনুষ্ঠান। ফলে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। কিন্তু, বিয়ের জন্য রণবীর, দীপিকা যেভাবে ইতালির কোমো শহরকে বেছে নিয়েছেন, তার জন্য সে দেশের প্রধানমন্ত্রী কি বললেন জানেন?
আরও পড়ুন : পরিবারে কী হল, প্রিয়াঙ্কা সম্পর্কে শেষ পর্যন্ত এই কথা বলেই ফেললেন নিকের মা!
ইতালির প্রধানমন্ত্রী গিউসিপ্পি কোনটে বলেন, বলিউড সেলেবরা যেভাবে তাঁর দেশকে বেছে নিচ্ছেন, তাতে কৃতজ্ঞ তিনি। ইতালির গ্রামগুলিতে যেভাবে অভিজাত এবং পরম্পরার মিশেল রয়েছে, সেই অমোঘ টানকে কিছুতেই অগ্রাহ্য করতে করতে পারছেন না বলিউড সেলেবরা। আর সেই কারণেই তাঁরা বার বার ইতালিকে বেছে নিচ্ছেন জীবনের সেরা দিনকে উজ্জাপন করার জন্য।
তিনি আরও বলেন, ইতালির গ্রামগুলি যেভাবে পাহাড় দিয়ে ঘেরা, তা অনেকটা হিমালয়ের বিভিন্ন এলাকার মত। আর সেই কারণেই বিয়ের মত জীবনের সেরা মুহূর্তের জন্য ইতালিকে বেছে নিচ্ছেন বলিউডের একাধিক সেলেব।
আরও পড়ুন : এ যেন 'তুঘলকি' চাল, বিয়েতে রণবীর-দীপিকা কি করছেন জানেন?
জানা যাচ্ছে, আগামী ১০ নভেম্বর বিয়ের জন্য ইতালিতে উড়ে যাবেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। এরপর ১৪ তারিখ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। ১৪ নভেম্বর দক্ষিণী মতে রণবীরের গলায় মালা দেবেন দীপিকা। ১৫ নভেম্বর সিন্ধি মতে দীপিকার সঙ্গে সাতপাক ঘুরবেন রণবীর সিং। বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিরা কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন 'দিপবীর'। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর অতিথিরা আবার নিজেদের ফোন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। জীবনের সেরা মুহূর্তগুলিকে একেবারে ব্যক্তিগত করে রাখতেই রণবীর, দীপিকা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে বি টাউন। রণবীর, দীপিকার বিয়েতে ৩০ জন হাজির থাকবেন। আত্মীয় এবং ঘনিষ্ঠদের নিয়েই ইতালিতে একে অপরের সঙ্গে সারা জীবনের জন্য বাঁধা পড়বেন রণবীর, দীপিকা।
আরও পড়ুন : সলমনের হাতে মারধর থেকে অমিতাভের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, বিতর্ক পিছু ছাড়ে না ঐশ্বর্যের
তবে রণবীর, দীপিকার বিয়েতে বলিউডের কেউ হাজির থাকছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ইতালিতে বিয়ের পর মুম্বই এবং বেঙ্গালুরুতে বসবে রণবীর, দীপিকার রিসেপশনের আসর।