জানুন ২ সপ্তাহে কত কোটি টাকার ব্যবসা করল ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’?

দু সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ইরফান খানের নতুন ছবি হিন্দি মিডিয়াম । ছবির মুক্তির আগে থেকেই ছবির গল্প ঘিরে বেশ বিতর্ক দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ইরফান খানের ছবি হিন্দি মিডিয়ামের গল্প একটি বাংলা ছবির গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে। তবে যাই হোক না কেন, পরিচালক সাকেত চৌধুরি পরিচালনায় ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।

Updated By: May 28, 2017, 03:43 PM IST
জানুন ২ সপ্তাহে কত কোটি টাকার ব্যবসা করল ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’?

ওয়েব ডেস্ক: দু সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ইরফান খানের নতুন ছবি হিন্দি মিডিয়াম । ছবির মুক্তির আগে থেকেই ছবির গল্প ঘিরে বেশ বিতর্ক দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল ইরফান খানের ছবি হিন্দি মিডিয়ামের গল্প একটি বাংলা ছবির গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে। তবে যাই হোক না কেন, পরিচালক সাকেত চৌধুরি পরিচালনায় ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ হিন্দি মিডিয়াম ছবির বক্স অফিস কালেকশন টুইট করে জানিয়েছেন। দ্বিতীয় সপ্তাহে শুক্রবার এই ছবি ২.৮২ কোটি টাকার ব্যবসা করেছে এবং শনিবার এই ছবি ৪.২১ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাত্‌ দু সপ্তাহে এই ছবি মোট ৩২.২৪ কোটি টাকার ব্যবসা করেছে।

আমির খানকে অভিনন্দন জানালেন এ.আর রহমান

.