আইফা কাছে আনল করিনা-বিপাশাকে

আইফা মানেই বিদেশের মাটি। আইফা মানেই নতুন চমক। ১৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসতে চলেছে ফ্লোরিডার ট্যাম্পায়। এপ্রিল ২৩ থেকে ২৬ পর্যন্ত বসবে আইফার আসর। তার আগে মার্কিন কনসুলেটে প্রেস মিটে উপস্থিত এক টুকরো বলিউড।

Updated By: Feb 19, 2014, 07:39 PM IST

আইফা মানেই বিদেশের মাটি। আইফা মানেই নতুন চমক। ১৫তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসতে চলেছে ফ্লোরিডার ট্যাম্পায়। এপ্রিল ২৩ থেকে ২৬ পর্যন্ত বসবে আইফার আসর। তার আগে মার্কিন কনসুলেটে প্রেস মিটে উপস্থিত এক টুকরো বলিউড।

সইফ আলি খানের সঙ্গে করিনা, অনিল কপূর, মাধুরী দীক্ষিত, বিপাশা বসু ও সঙ্গীত পরিচালক প্রীতম উপস্থিত ছিলেন প্রেস মিটে। বাকিরা আসবেন মুম্বইয়ের মার্কিন কনসুলেটের প্রেস মিটে। এ দিন করিনা বলেন, ""আমাদের কাজ বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য আইফার মঞ্চ বিশাল একটা সুযোগ। আমি এর আগে ট্যাম্পা বে তে আসিনি। আমার মার্কিন ভক্তদের সঙ্গে দেখা করতে উত্সাহী আমি।``

অন্যদিকে সইফ বলেন, ""সিনেমা আমাদের একসঙ্গে বেঁধে রেখেছে। বিদেশের দর্শকদের কাছে ভারতীয় ছবি ও সংস্কৃতি পৌছে যায় আইফার মাধ্যমেই। টেকনিক্যাল ক্যাটগরি সঞ্চালনা করবেন সইফ।``

তবে এ দিনের সবথেকে বড় চমক ছিল বিপাশা ও করিনার চুম্বন। দুজনে কেরিয়ারের শুরুতে একসঙ্গে আজনবী ছবিতে অভিনয় করেছিলেন। তখন থেকেই দুজনের সম্পর্ক তিক্ত। তবে আইফার এ দিন মনে হল দুজনেই সেই ঝগড়ার রেশ অনেক পিছনে ফেলে এসেছেন। কাছে এসে জড়িয়ে ধরে চুমু খেলেন দুজনে।

.