'যদি আবার জীবন ফিরে পাই, সুতপার জন্যই বাঁচব', জানিয়েছিলেন ইরফান
বুধবারই সেষকৃত্য সম্পন্ন হয় ইরফান খানের
নিজস্ব প্রতিবেদন : নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে অনেক লড়াই করেছিলেন কিন্তু ৫৪-তে থামতে হয় তাঁকে। লন্ডনে থেকে চিকিতসা করিয়েও শেষেরক্ষা হয়নি। চলেই গেলেন ইরফান খান। আংরেজি মিডিয়ামের প্রমোশনের সময় নিজে স্বশরীরে হাজির হতে পারেননি কিন্তু দর্শকরা যাতে এই সিনেমা দেখেন, তার আবেদন করেছেন।
আরও পড়ুন : পড়তে পড়তেই ভালবাসা, ১৯৯৫-তে সুতপা শিকদারের সঙ্গে এভাবেই বাঁধা পড়েন ইরফান
পাশাপাশি ইরফান আরও জানান, খুব যত্ন করে তাঁরা আংরেজি মিডিয়াম তৈরি করেছেন। তাঁর ইচ্ছে ছিল, প্রমোশনের সময় হাজির হওয়ার কিন্তু পারলেন না। শরীরে কিছু অনাহুথ অতিথির হাজিরার জন্যই তিনি আংরেজি মিডিয়ামের প্রমোশনে আর হাজির হতে পারলেন বলেও জানান ইরফান।
আরও পড়ুন : কাঁদছেন হু হু করে, ঋষির শেষ বিদায়ে বাঁধ মানছে না নিতুর চোখের জল
আংরেজি মিডিয়ামের শ্যুটিং চলাকালীন গত বছর মার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইরফান। সেখানে তিনি জানান, যদি তিনি আবার জীবন ফিরে পান, তাহলে বাঁচবেন স্ত্রী সুতপার জন্য। চিকিতসা চলাকালীন সুতপা যেন তাঁকে আগলে রেখেছেন। ২৪ ঘণ্টা সঙ্গে রয়েছেন তাঁর। তাই জীবন ফিরে পেলে, সুতপার জন্যই তিনি বাঁচতে চান বলেও জানান ইরফান।
বুধবার ইরফান খানের মৃত্যুর পর এবার প্রকাশ্যে এল স্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা এবং ভালবাসার কথা।