আমি সাজা মকুবের আর্জি জানাবো না: সঞ্জয়

শীর্ষ আদালতের সাজা ঘোষণার পর আজ প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুললেন সঞ্জয় দত্ত। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে সঞ্জয় বলেন, উনি সাজা মকুবের আবেদন জানাবেন না। সময় মত আত্মসমর্পণ করবেন। সাংবাদিক সম্মেলনের পর বোন প্রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সঞ্জয়।

Updated By: Mar 28, 2013, 02:16 PM IST

শীর্ষ আদালতের সাজা ঘোষণার পর আজ প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুললেন সঞ্জয় দত্ত। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে সঞ্জয় বলেন, উনি সাজা মকুবের আবেদন জানাবেন না। সময় মত আত্মসমর্পণ করবেন। সাংবাদিক সম্মেলনের পর বোন প্রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সঞ্জয়।
সাংবাদিক সম্মেলনে মুন্নাভাই বলেন,
আমি আইন মেনে চলা একজন নাগরিক। আমি আইনকে শ্রদ্ধা করি। আদালতের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এবং আমি শীর্ষ আদালতের সবরকম নিয়মকানুন মেনে চলব। শীর্ষ আদালত আমাকে আত্মসমর্পণের জন্য সময় দিয়েছে এবং আমি সময়ের মধ্যেই আত্মসমর্পণ করব। আমি সাজা মকুবের জন্য আর্জি জানাইনি। আরও অনেক মানুষ রয়েছেন যাদেরও সাজা মকুব হওয়া উচিত। সংবাদ মাধ্যম ও আমাদের দেশের নাগরিকদের আমি করজোড়ে জানাচ্ছি যে আমি সাজা মকুবের আর্জি জানাবো না এবং এই বিষয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। এই মুহূর্তে আমি এবং আমার পরিবার খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আমার জীবনের খুব কটিন সময়। যারা আমার পাশে রয়েছেন তাদর সকলকে ধন্যবাদ। আমার অনেক কাজ রয়েছে। আমাকে সেগুলো সব শেষ করতে হবে। এই সময়টা আমি আমার পরিবারের সঙ্গে কাটাতে চাই। আমি হাতজোড় করে বলছি জেলে ঢোকবার আগে পর্যন্ত আমাকে শান্তিতে থাকতে দিন। আমি আমার দেশ ও দেশের নাগরিকদের ভালবাসি। আমি ভারতকে ভালবাসি।

.