বক্সঅফিসে আজ মুখোমুখি রামু-কপিল

আজ বক্সঅফিসে আই, মি অওর ম্যায় বনাম দ্য অ্যাটাকস ২৬/১১। পোড় খাওয়া পরিচালক রাম গোপাল ভার্মার সঙ্গে সমুখ সমরে নবাগত পরিচালক কপিল শর্মা। আই, মি অওর ম্যায় কপিলের প্রথম ছবি।

Updated By: Mar 1, 2013, 12:13 PM IST

আজ বক্সঅফিসে আই, মি অওর ম্যায় বনাম দ্য অ্যাটাকস ২৬/১১। পোড় খাওয়া পরিচালক রাম গোপাল ভার্মার সঙ্গে সমুখ সমরে নবাগত পরিচালক কপিল শর্মা। আই, মি অওর ম্যায় কপিলের প্রথম ছবি।
জন অ্যাব্রাহাম, চিত্রঙ্গদা সিং ও প্রাচি দেশাই অভিনীত রোম্যান্টিক কমেডি আই, মি অওর ম্যায়। মায়ের আদরে আতুপুতু ছেলে ইশান (জন) মুম্বইয়ের একজন মিউজিক প্রোডিওসার। মা (জরিনা ওয়াহাব), দিদি (মিনি মাথুর) ও প্রেমিকা (চিত্রাঙ্গদা সিং) ছাড়া আর সবাইকেই সে তুচ্ছ মনে করে। এপরই তাঁর জীবনে আসে প্রতিবেশী গৌরি(প্রাচি দেশাই)। গৌরির সান্নিধ্যে সম্পর্ক ও পরিবারের গুরুত্ব বুঝতে শুরু করে ইশান।
আই মি অওর ম্যায় ট্রেলর দেখতে ক্লিক করুন

অন্যদিকে দ্য অ্যাটাকস ২৬/১১ একটি ক্রাইম থ্রিলার। ২০০৮ সালের মুম্বই হামলার ওপর তৈরি ছবিতে জয়েন্ট কমিশনার রাকেশ মায়রার ভূমিকায় রয়েছেন নানা পাটেকর। আজমল কসাভের চরিত্র অভিনয় করেছেন সঞ্জীব জয়সোয়াল। মুম্বই হামলার অন্যতম অকুস্থল লিওপোল্ড ক্যাফে ছবির মিউজিক লঞ্চের জন্য বেছে নিয়েছিলেন রামগোপাল ভার্মা।
দ্য অ্যাটাকস ২৬/১১ ট্রেলর দেখতে ক্লিক করুন

.