মৃত্যু গুজব- ফেসবুকে 'মারা' গেলেও টুইটারে বেঁচে হানি সিং
মৃত্যু গুজব- ফেসবুকে মারা গেলেও টুইটারে বেঁচে হানি সিং
ইন্টারনেটে মৃত্যু গুজবের শিকার এবার ইয়ো ইয়ো হানি সিং। একটা জাল ছবি ব্যবহার করে সোশ্যাল নেটওর্য়াকিং সাইটগুলিতে খবর দেওয়া হল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হানি। কিছুক্ষণ পরেই দেওয়া হয় হাসপাতালে মারা গেলেন হানি সিং। পথ দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী গোপিনাথ মুন্ডের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী হানি সিংয়ের মৃত্যু গুজবকে প্রথমে সত্যি বলেও ধরে নেয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফোন করে এই খবরের সত্যতা যাচাই করা হয়।
News of YoYo's accident is a fake rumour must be spread by some haters. Please don't bother and Keep blessing YoYo
— Yo Yo Honey Singh (@asliyoyo) June 2, 2014
শেষপর্যন্ত টুইট করে এই গুজব খারিজ করতে হল হনিকে। পঞ্জাবী এই জনপ্রিয় শিল্পী জানালেন, তিনি তো দিব্যি আছেন। তাঁর জখম হওয়া ও মৃত্যুর খবর পুরোটাই ভুয়ো।
জাল ছবিতে দেওয়া হয় হাসপাতালের বেডে গুরুতর জখম হয়ে হাসপাতলের বেড়ে শুয়ে আছেন। এই ছবি মিডিয়া মেসেঞ্জার অ্যাপসের মাধ্যমে গুজব রটিয়ে দেওয়া হয়, হনি সিংহ মারা গিয়েছেন। হনি সিংহ-ই প্রথম নন, এর আগে বলিউডের একাধিক সেলিব্রিটিদের নিয়ে এরকম মৃত্যু গুজব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।