করোনার থাবা, মারণ ভাইরাস প্রাণ কাড়ল হলিউড অভিনেতার

প্রয়াত অভিনেতার স্ত্রী ট্যুইট করে খবর জানান 

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 27, 2020, 06:00 PM IST
করোনার থাবা, মারণ ভাইরাস প্রাণ কাড়ল হলিউড অভিনেতার

নিজস্ব প্রতিবেদন : করোনা প্রাণ কাড়ল হলিউড অভিনেতা মার্ক বাম-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
ফক্স নিউজের খবর অনুয়ায়ী, মার্ক বাম-এর স্ত্রী জানান, কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তাঁর স্বামী মার্ক বাম। নিউ ইয়র্কের একটি হাসপাতালেই প্রয়াত হন হলিউডের এই অভিনেতা। হলিউড  অভিনেতার মৃত্যুর খবর ছড়ানোর পর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : বাদুড়খেকোরাই দায়ি, করোনা নিয়ে চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইমরান হাশমি
এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার একজোট হওয়ার সংকল্প নেয় জি-২০ ভূক্ত দেশগুলি। করোনার জেরে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মোকাবিলায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার আর্থিক ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেয় জি-২০। ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনার জেরে মূল্য চোকাতে হবে অর্থনীতিকে। তার মোকাবিলায় চাই পোক্ত পরিকল্পনা। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের দাবি তোলেন ভারতের প্রধানমন্ত্রী।

 

.