পরিচালকের আসনে Anirban, ফেলুদা নিয়ে ফিরছেন Srijit, আগামী একবছরে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ

এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। 

Updated By: Sep 24, 2021, 06:04 PM IST
পরিচালকের আসনে Anirban, ফেলুদা নিয়ে ফিরছেন Srijit, আগামী একবছরে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ

নিজস্ব প্রতিবেদন: একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। আগামী এক বছরে ফিরছে একাধিক জনপ্রিয় ওয়েবসিরিজ। একদিকে পরিচালকের আসনে অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya), অন্যদিকে প্রথমবার ওয়েবসিরিজে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। এই পুজোয় মুক্তি পেতে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের(Srijit Mukherjee) 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Pratyabartan), এরপর ২০২২ সালে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ফেলুদাকে (Feluda) নিয়ে আসবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যদিও বর্তমানে আড্ডা টাইমসে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ বানিয়েছেন পরিচালক। কিন্তু পরবর্তীকালে হইচইয়ে দেখা যাবে সৃজিতের ফেলুদাকে। 

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) তৈরি করছেন ওয়েব সিরিজ 'টিকটিকি'(Tiktiki)। দুই মহারথীর দ্বৈরথ দেখা যাবে এই ওয়েব সিরিজে। দুই মুখ্য চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অনির্বান ভট্টাচার্য। ফিরছে মন্টু পাইলট (Montu Pilot)। দেবালয় ভট্টাচার্যের (Debalaya Bhattacharya) এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে হাজির হচ্ছেন পর্দার মন্টু পাইলট সৌরভ দাস (Saurav Das)। স্বপনকুমারের গল্প অবলম্বনে অনির্বান ভট্টাচার্য তৈরি করছেন ওয়েব সিরিজ 'বটতলার গোয়েন্দা'। 'মার্ডার ইন দ্য হিলস'র সাফল্যের পর আবারও সাসপেন্স থ্রিলার নিয়ে হাজির অঞ্জন দত্ত (Anjan Dutt)। তাঁর আগামী ওয়েব সিরিজ 'খ্যাপা শহর'। ফ্যামিলি থ্রিলার তৈরি করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। তাঁর ওয়েবসিরিজের নাম 'ইন্দু', এই চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা (Isha Saha)। এছাড়াও আবার ফিরছে আলাপ-শ্ুতি, জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'রুদ্রবীণার অভিশাপ' রিলিজ করবে এই বছর। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বটতলা অবলম্বনে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ ''উত্তরন''। মুখ্য চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে (Madhumita Sarkar)। এছাড়াও আগামী এক বছরে মুক্তি পেতে চলেছে সৌমিক হালদারের 'মহাভারত মার্ডারস',শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'শ্রীকান্ত',মুখ্য চরিত্রে দেখা যাবে ঋষভ (Risabh) ও সোহিনী সরকারকে (Sohini Sarkar)। ভারতের প্রথম সিরিয়াল কিলার,যিনি একজন বাঙালি মহিলা, তাঁকে কেন্দ্র করে দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে 'ত্রৈলোক্য'। এছাড়াও হইচই ক্লাসিকে রয়েছে অনির্বান ভট্টাচার্য পরিচালিত 'মন্দার'। শেক্সপিয়রের 'ম্যাকবেথ'(Macbeth) অবলম্বনে তৈরি হবে এই ওয়েব সিরিজ। 

আরও পড়ুন: জুটিতে Nusrat - Soham, শ্যুটিং ফ্লোরে ফিরছেন নতুন মা

তবে শুধু ওয়েব সিরিজই নয়, হইচই প্ল্যাটফর্মে হতে চলেছে একাধিক ছবির ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার। পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের(Dev) ছবি 'গোলন্দাজ'(Golondaaj), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত 'কাকাবাবুর প্রত্যাবর্তন', মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) 'একান্নবর্তী'। এই সব ছবিই ডিজিটালি মুক্তি পাবে হইচইয়ে। এছাড়াও রয়েছে 'মুখোশ', 'এক্স প্রেম'। তবে শুধু এপার বাংলার ছবিই নয়, একাধিক ওপার বাংলার ছবিও মুক্তি পেতে চলেছে এই ওটিটিতে। 'মহানগর', 'তকদীর', 'ঢাকা মেট্রো','একাত্তর', 'মানহানি'র মতো ছবি দেখা যাবে এই প্ল্যাটফর্মে। রয়েছে বেশ কয়েকটি বাংলাদেশের সিরিজও। তার মধ্যে উল্লেখযোগ্য সইদ আহমেদ সাউকির 'কারাগার', আশফাক নিপুণের 'সবরিনা', শঙ্খ দাশগুপ্তের 'বলি' ও অমিতাভ রেজা চৌধুরীর 'বোধ'। 

তবে আগামী একবছর হইচইয়ে রাজ করবেন বাঙালি গোয়েন্দারা। এবার শান্তিনিকেতনে সংকেত মোচনে হাজির একেন সেন। আবারও নতুন রহস্য সমাধানে হাজির একেন বাবু (Eken Babu)। নতুন সিরিজে হাজির নিয়ে হাজির হবে সত্যান্বেষী ব্যোমকেশ (Byomkessh)।  তবে শুধু তথাকথিত গোয়েন্দা নয়, রয়েছে এমন গোয়েন্দার গল্প যিনি ডিটেকটিভ কিন্তু ডিফেকটিভ। সিরিয়াল কিলার স্পেশালিস্ট 'গোরা'। এই চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রব্রতী। এটাই তাঁর প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও রয়েছে হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী, পেশায় পুলিস এই গোয়েন্দা আবার রক্ত দেখলেই ভয় পান। তবে সবচেয়ে বড় চমক, ফেলুদা নিয়ে ২০২২-এ আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.