হিমেশের সঙ্গে আশিকি মে তেরি গাইলেন রানু, ভাইরাল হল ভিডিয়ো, দেখুন
বাড়তে শুরু করেছে ভিউ
নিজস্ব প্রতিবেদন: হ্যাপি হার্ডি অ্যান্ড হির-এর জন্য গান গাইলেন রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন রানু। ইতিমধ্যেই হিমেশ রেশমিয়া এবং রানু মণ্ডলের সেই গান আশিকি মে তেরি ২.০ মুক্তি পেয়েছে। ওই গান মুক্তি পাওয়ার পর থেকেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তার ভিউ।
আরও পড়ুন : বাদ দিলেন শ্রীদেবীকে, শিশু দিবসে মায়ের সঙ্গে বাবার ছবি শেয়ার করলেন অর্জুন
দেখুন সেই ভিডিয়ো...
আরও পড়ুন : ডিপকাট টপে নামের রাম, 'লাজলজ্জাহীন' বাণীকে নিষিদ্ধ করার দাবি
রানাঘাট স্টেশনে গান গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পরই রানাঘাট থেকে সোজা মুম্বইতে পাড়ি দেন রানু। সেখানে প্রথমে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হন তিনি। এরপর সেই রিয়েলিটি শেয়ার মঞ্চ থেকে হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে হাজির হয়ে গান রেকর্ড করেন রানু। তাঁর প্রথম গান প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বর্তমানে মুম্বইয়ের পাশাপাশি দক্ষিণের বেশ কয়েকটি রিয়েলিটি শোয়েও হাজির হন রানু মণ্ডল।
শুধু তাই নয়, দুর্গা পুজোর সময় রানু মণ্ডলকে দিয়ে থিম সং-ও রেকর্ড করায় একটি ক্লাব। সবকিছু মিলিয়ে রানাঘাটের রানু মণ্ডলই বর্তমানে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন।