প্রধানমন্ত্রীর আহ্বান, একতার বার্তার মাঝেই 'ভারত মাতা কি জয়' স্লোগান হেমার

মেয়ে এষা এবং জামাই ভারত তখতানির সঙ্গে দেখা যায় হেমা মালিনীকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 6, 2020, 11:00 AM IST
প্রধানমন্ত্রীর আহ্বান, একতার বার্তার মাঝেই 'ভারত মাতা কি জয়' স্লোগান হেমার

নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় এক গোটা দেশের মানুষ। সেই একতার বার্তা দিতেই ৫ এপ্রিল রাত ৯টায় ঘরের আলো বন্ধ করে মোমবাতি জ্বালানোর বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বার্তা মেনে যখন প্রায় গোটা দেশ মোমবাতি জ্বালাতে ব্যস্ত সেই সময় বিজেপি সাংসদ হেমা মালিনীর গলায় শোনা গেল ভারত মাতা কি জয়ের স্লোগান।

আরও পড়ুন : বাজি ফাটাচ্ছেন কেন! এটা কি দীপাবলি চলছে? ক্ষেপে উঠলেন সোনম

দেখুন ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সোমবার একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যখানে হেমা মালিনীর মেয়ে এষা দেওল ও জামাই ভারত তখতানিকে দেখা যায়, মোমবাতি জ্বালিয়ে এবং মোবাইলের ফ্ল্যাট লাইট জ্বালিয়ে ভারত মাতা কি জয় স্লোগান দিতে। মোমবাতি হাতে হেমা মালিনী এবং তাঁর জামাই ভারত তখতানির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

.