করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন, 'সুস্থ আছি' ভিডিয়ো বার্তায় বললেন হেমা মালিনী

নিজেই ভিডিয়ো পোস্ট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন হেমা মালিনী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 12, 2020, 12:26 PM IST
করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন, 'সুস্থ আছি' ভিডিয়ো বার্তায় বললেন হেমা মালিনী

নিজস্ব প্রতিবেদন : হেমা মালিনীর করোনা আক্রান্ত হওয়ার খবর একেবারেই ভুয়ো। তিনি সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই রয়েছেন। রবিবার নিজেই ভিডিয়ো পোস্ট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন হেমা মালিনী। 

শনিবার অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। আর এর ঠিক পরপরই শোনা গিয়েছিল হেমা মালিনীও অসুস্থ। ড্রিম গার্লকেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখবর যে একেবারেই ভিত্তিহীন তা হেমা কন্যা এষা টুইট করে জানান। এরপর রবিবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করে 'ড্রিম গার্ল' বলেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি।

আরও পড়ুন-করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি হাসপাতালে

তবে শুধু হেমা নয়, গুজব ছড়িয়ে পড়েছিল রণবীর কাপুর, নীতু কাপুর ও করণ জোহরও করোনা আক্রান্ত। যদিও সেটিও পরে ভুয়ো বলে জানা যায়। গুজব উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা জানন, তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। 

আরো পড়ুন-অমিতাভ বচ্চনের পর এবার করোনা আক্রান্ত অভিষেকও

.