জন্মদিনে মাধুরী, রইল মাধুরীর কিছু জনপ্রিয় নাচের ভিডিয়ো

 নৃত্যশিল্পী হিসাবে সত্যিই মাধুরীর জুড়ি মেলা ভার। 

Updated By: May 15, 2019, 04:50 PM IST
জন্মদিনে মাধুরী, রইল মাধুরীর কিছু জনপ্রিয় নাচের ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: ১৫ মে বুধবার নিজের ৫২ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউডের 'ধক ধক' গার্ল মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি মাধুরী বলতেই যে কথা প্রথমে মাথায় আসে তা হল তাঁর অসামান্য নৃত্যশৈলী। নৃত্যশিল্পী হিসাবে সত্যিই মাধুরীর জুড়ি মেলা ভার। জন্মদিনে ৮ এবং ৯ এর দশকে মাধুরীর বেশকিছু আইকনিক ডান্স নম্বরে চোখ রাখা যাক।  

১) দিদি তেরা দেবর দিবানা 

২) ও রে পিয়া

৩) ধক ধক করনে লগা

৪)দিল তো পাগল হ্যায় ছবির দুই ডান্স নাম্বার

৫) এক দো তিন

৬) তম্মা তম্মা লোগে তমা

৭)আঁখিয়া মিলাও কভি

৮) কে সরা সরা

৯)ডোলা রে ডোলা

১০)চোলি কে পিছে ক্যায়া হ্যায়

এখানেই অবশ্য শেষ নয়। এছাড়াও হিন্দি ছবির আরও বহু গানের নাচেই মুগ্ধ করেছেন মাধুরী। জন্মদিন 'ধক ধক' গার্লের জন্য Zee ২৪ ঘণ্টার তরফে রইল শুভেচ্ছা।

আরও পড়ুন-ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ের সময় অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন প্রকাশ ঝা, মুখ খুললেন লিপস্টিক আন্ডার মাই বুরখা অভিনেত্রী আহানা কুমারা

.