প্রথম ফিল্মের পারিশ্রমিক পেয়েছিলেন এক মুঠো বাদাম ভাজা, আজ তাঁর জন্মদিন

আজ জন্মদিন বলিউড অভিনেতা ওম পুরির। পদ্মশ্রী ওম পুরি কমার্শিয়াল ফিল্মে যেমন সফল, তেমনই সফল তথাকথিত আর্ট ফিল্মেও। ওম পুরির বাবা রেলে চাকরি করতেন। আর পাঞ্জাবের ওম পুরি পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করেন ১৯৭৩ নাগাদ। সেই সময় ওমপুরির সঙ্গেই পড়াশোনা করেছেন আর এক দিকপাল অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

Updated By: Oct 18, 2015, 03:10 PM IST
প্রথম ফিল্মের পারিশ্রমিক পেয়েছিলেন এক মুঠো বাদাম ভাজা, আজ তাঁর জন্মদিন

ওয়েব ডেস্ক: আজ জন্মদিন বলিউড অভিনেতা ওম পুরির। পদ্মশ্রী ওম পুরি কমার্শিয়াল ফিল্মে যেমন সফল, তেমনই সফল তথাকথিত আর্ট ফিল্মেও। ওম পুরির বাবা রেলে চাকরি করতেন। আর পাঞ্জাবের ওম পুরি পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করেন ১৯৭৩ নাগাদ। সেই সময় ওমপুরির সঙ্গেই পড়াশোনা করেছেন আর এক দিকপাল অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
১৯৭৬ সালে নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন ওম পুরি। মারাঠি ফিল্ম ঘাসিরাম কোতয়ালেই প্রথমবার দেখা যায় তাঁকে।
প্রথম ফিল্মেই দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। পেয়েছিলেন অনেক অনেক প্রশংসা। আর পারিশ্রমিক কত পেয়েছিলেন শুনবেন? ডিরেক্টর কে হরিহরন তাঁকে দিয়েছিলেন বাদাম ভাজা। প্রথম ফিল্মের পর ওই এক মুঠো বাদাম পারিশ্রমিক হিসেবে পেয়ছিলেন বলেই হয়তো পরবর্তী জীবনে বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতায় নিজেকে পরিনত করেছেন এই তিনি। আজ সেই অসাধারণ অভিনেতা ওম পুরির জন্মদিন।

.