আজ ''অজস্র ধন্যাবাদ'' ''একান্ত আপন''জনকে
আজ ২৫ অক্টোবর। জন্ম এক এক বাঙালি অভিনেত্রীর যাঁকে নিয়ে বলা অল্প কথায় অসম্ভব।
ওয়েব ডেস্ক: আজ ২৫ অক্টোবর। জন্ম এক এক বাঙালি অভিনেত্রীর যাঁকে নিয়ে বলা অল্প কথায় অসম্ভব।
যাঁকে দেখলে চোখ জুড়িয়ে যায়। যাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে আপামর সিনেমাপ্রেমীরা।
যাঁর পরিচালনায় দর্শক পেয়েছে একের পর এক ভাল ছবি। সত্যিই যে তিনি অনন্যা। কে আবার? তিনি অপর্ণা সেন।
সাত, আট, নয়ের দশকে পুরুষের বুকের সবথেকে কাছে থাকা নারীমুখটা।
পেয়েছেন তিন তিনবার জাতীয় পুরস্কার। আন্তর্জাতিক পুরস্কার তাঁর ঘরে এসেছে ডালি হয়ে। ১৯৬১-তে তিন কন্যা দিয়ে শুরু করেছিলেন।
কিন্তু পরবর্তী পাঁচ দশকে শুধুই এক কন্যা হয়ে থেকে গিয়েছেন বাঙালির মনে।
অপিরিচিতই হোক অথবা অরণ্যের দিন রাত্রি, শ্বেত পাথরের থালাই হোক অথবা কড়ি দিয়ে কিনলাম, অপর্ণা সেন থেকে গিয়েছেন সিলভার স্ক্রিন থেকে বাঙালির মনে। আজ জন্মদিনে তাঁকে অনেক অনেক শুভেচ্ছা।