৬টি পুরস্কার জিতে আইফার টেকনিকাল বিভাগে শীর্ষে রইল হায়দর

জাতীয় পুরস্কারের পর আইফার টেকনিকাল বিভাগেও রাজত্ব করল হায়দর। মোট ৬টি পুরস্কার জিতে আইফার টেকনিকাল বিভাগের শীর্ষে রইল বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি। আগামী ৫ জুন মালয়শিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হবে আইফা উইকএন্ড অ্যান্ড অ্যাওয়ার্ডস।

Updated By: Apr 22, 2015, 09:25 PM IST
৬টি পুরস্কার জিতে আইফার টেকনিকাল বিভাগে শীর্ষে রইল হায়দর

ওয়েব ডেস্ক: জাতীয় পুরস্কারের পর আইফার টেকনিকাল বিভাগেও রাজত্ব করল হায়দর। মোট ৬টি পুরস্কার জিতে আইফার টেকনিকাল বিভাগের শীর্ষে রইল বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি। আগামী ৫ জুন মালয়শিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হবে আইফা উইকএন্ড অ্যান্ড অ্যাওয়ার্ডস।

টেকনিকাল বিভাগে সেরা কস্টিউম ডিজাইন(ডলি আহলুওয়ালিয়া), সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর(বিশাল ভরদ্বাজ), সেরা সাউন্ড মিক্সিং(দেবজিত্ চাঙ্গমাই), সেরা সাউন্ড ডিজাইন(সাজিত কোয়েরি), সেরা প্রোডাকশন ডিজাইন(সুব্রত চক্রবর্তী ও অমিত রায়) ও সেরা মেকআপ(প্রীতিশীল সিং ও ক্লোভর উটন) পুরস্কার জেতে শাহিদ কপূর অভিনীত হায়দর।

বাকি পুরস্কারের তালিকা-

সেরা স্ক্রিনপ্লে-কুইন(বিকাশ বহেল, চৈতালি পারমার, পরভেজ শেখ)
সেরা এডিটিং-কুইন(অনুরাগ কাশ্যপ ও অভিজিত্ কোকেট)
সেরা কোরিওগ্রাফি-কিক(আহমেদ খান)
সেরা স্পেশাল এফেক্টস-কিক(ভিজুয়াল, রূপল রাওয়াল)
সেরা সঙ রেকর্ডিং-এক ভিলেন(এরিক পিল্লাই)
সেরা ডায়লগ-পিকে(অভিজিত্ জোশি ও রাজকুমার হিরানি)
সেরা সিনেমাটোগ্রাফি-টু স্টেটস(বিনোদ প্রধান)
সেরা অ্যাকশন-ব্যাঙ্গ ব্যাঙ্গ(পরভেজ শেখ ও অ্যান্ডি আর্মস্ট্রং)

.