Gurmeet Choudhary: পরপর দুই সন্তান! ‘বউ যখন এত সুন্দরী তখন আর ধৈর্য্য ধরা যায় না’, জবাব গুরমীতের

'সন্তানের জন্য গত ৪-৫ বছর ধরে আমরা চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করছিলাম।' কিন্তু সন্তানসুখ মেলেনি। দেবিনার কথায়, 'প্রত্যেক মাসেই সন্তান আসার অপেক্ষা করতাম, কিন্তু প্রত্যেকবারই হতাশ হতে হত। অগত্যা, IVF-এর সাহায্য নিতে হয়েছিল।' অবশেষে গত এপ্রিলে মেয়ে মা-বাবা হন দেবিনা-গুরমীত। নাম রাখেন লিয়ানা। হঠাৎ করে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া প্রসঙ্গে দেবিনা বলেন, 'যেটার জন্য এত বছর অপেক্ষা করেছি, শেষপর্যন্ত IVF-এর দ্বারস্থ হতে হয়েছে, সেটা কখনও স্বাভাবিকভাবেই সম্ভব হবে ভাবিনি।' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 10, 2022, 02:17 PM IST
Gurmeet Choudhary: পরপর দুই সন্তান! ‘বউ যখন এত সুন্দরী তখন আর ধৈর্য্য ধরা যায় না’, জবাব গুরমীতের

Gurmeet Choudhary, Debina Bonnerjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নাহ আমি অপেক্ষা করতে পারিনি। সঙ্গী যখন এত সুন্দরী তখন কীভাবে অপেক্ষা করা যায়? আপনিও অপেক্ষা করতে পারতেন না।' প্রথম সন্তান জন্মের কয়েকমাসের মধ্যে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন অভিনেতা গুরমীত চৌধুরী। সে তো না হয় হল, কিন্তু গুরমীতের এ কেমন কথা! এটাই ভাবছেন তো? আসলে দ্বিতীয় সন্তানের বাবা হওয়া নিয়ে সম্প্রতি তীব্র ট্রোলের মুখে পড়েন অভিনেতা। আর সেই ট্রোলারদের জবাব দিতেই এমন মন্তব্য করেন গুরমীত।

গত এপ্রিলেই প্রথম সন্তানের মা হয়েছেন দেবিনা-গুরমীত। আর সন্তান জন্মের ৪ মাসের মাথায় ফের বাবা-মা হওয়ার কথা জানান তারকা দম্পতি। এত অল্প সময়ের ব্যবধানে তাঁদের দ্বিতীয়বার বাবা-মা হতে চলাই সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। প্রায়দিনই নেট নাগরিকদের নানান কথা কটু শুনতে হচ্ছে তাঁদের। আর এই আক্রমণ বেশিরভাগই গুরমীতকে উদ্দেশ্য করেই করা হচ্ছে। সম্প্রতি ট্রোলারদের কিছু মন্তব্য শেয়ার করেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যায়, কেউ লিখেছেন, 'গুরমীত সে ইন্তেজার ভি নেহি হুয়া ', 'দেবিনার শরীর কথা মাথায় রাখা উচ্ছিত ছিল'। 'গুরুমীত ভীষণই অবিবেচকের মতো কাজ করেছেন'। কেউ আবার মজা করে লেখেন, 'এত সুন্দরী বউ থাকলে কীভাবে অপেক্ষা করা যায়।' ট্রোলারদের এধরনের আক্রমণের জবাব দিতেই এমন মন্তব্য করেন গুরমীত। 

আরও পড়ুন-'আরও একটা সুশান্তকাণ্ড চাই না, বাবাকে বাঁচান'

শুধু তাই নয়। প্রথমবার মা-বাবা হওয়াটা দেবিনা-গুরমীতের পক্ষে মোটেও সহজ ছিল না। সেই কঠিন যাত্রার কথা জানিয়ে গুরমীত বলেন, 'লিয়ানার জন্ম, মোটেও সহজ ছিল না। 'সন্তানের জন্য গত ৪-৫ বছর ধরে আমরা চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করছিলাম।' কিন্তু সন্তানসুখ মেলেনি। দেবিনার কথায়, 'প্রত্যেক মাসেই সন্তান আসার অপেক্ষা করতাম, কিন্তু প্রত্যেকবারই হতাশ হতে হত। অগত্যা, IVF-এর সাহায্য নিতে হয়েছিল।' অবশেষে গত এপ্রিলে মেয়ে মা-বাবা হন দেবিনা-গুরমীত। নাম রাখেন লিয়ানা। হঠাৎ করে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া প্রসঙ্গে দেবিনা বলেন, 'যেটার জন্য এত বছর অপেক্ষা করেছি, শেষপর্যন্ত IVF-এর দ্বারস্থ হতে হয়েছে, সেটা কখনও স্বাভাবিকভাবেই সম্ভব হবে ভাবিনি।' 

প্রসঙ্গত, এরআগে দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গে দেবিনা বলেন, 'কিছু সিদ্ধান্ত ঈশ্বর প্রদত্ত, কেউ সেই সিদ্ধান্তের সময় বদলাতে পারে না। এটা সেরকমই এক আশীর্বাদ। আমাদের পরিপূর্ণ করতে সে আসছে।'  অভিনেত্রী নিজের ভ্লগ লেখেন, দ্বিতীয় সন্তানের হৃদস্পন্দন শুনেও যে বিষয়টা গুরমীতের কাছে বিশ্বাসযোগ্য ছিল না। দেবিনার কথায়, 'প্রেগন্যান্সি কিট কিনতে যেতেও লজ্জা লাগছিল। কারণ, সকলেই জানান, আমি সবেমাত্র মা হয়েছি। তাই অনলাইনে প্রেগন্যান্সি কিট আনাই।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.