'কদম কদম বাড়ায়ে যা' ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই গান শুনুন ঈশান মিত্রর গলায়

নিজস্ব প্রতিবেদন: ''সুভাষজি''র পর এবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী'র দ্বিতীয় গান 'কদম কদম বাড়ায়ে যা'। ২২ সেপ্টেম্বর, নেতাজী ভবন মেট্রো স্টেশন চত্ত্বরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তীর উপস্থিতিতে  'কদম কদম বাড়ায়ে যা' গানটি প্রকাশ্যে আনা হয়।

১৯৪২ সালে 'কদম কদম বাড়ায়ে যা' গানটি লিখেছিলেন পণ্ডিত বংশীধর শুক্লা ও সুর দিয়েছিলেন রাম সিংহ ঠাকুরি। এই গানটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মার্চিং গান হিসাবেই পরিচিত। সম্প্রতি এই গানটিই সৃজিত মুখোপাধ্যায়ের 'গুমনামী' ছবির জন্য পুনর্নিমাণ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ও ঈশান মিত্র। রবিবার প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেই গান।

আরও পড়ুন-সুভাষজি: আজাদ-হিন্দ-ফৌজের গান এবার শুনে নিন সোনু নিগমের গলায়

'কদম কদম বাড়ায়ে যা' গানের ভিডিওতে চন্দ্রচূড় ধরের ভূমিকায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। চন্দ্রচূড় ধরের স্ত্রী রণিতার ভূমিকায় দেখা গেছে তনুশ্রী চক্রবর্তীকে।

আরও পড়ুন- নেতাজির স্মৃতি বিজড়িত পুজো মণ্ডপে টিম 'গুমনামী'

 

প্রসঙ্গত, এর আগে প্রকাশ্যে আসা 'গুমনামী'র ''সুভাষজি, সুভাষজি, হ্যায় ন্যাজ জিসপে হিন্দকো, ও শান-এ-হিন্দ আ গ্যায়ে'' গানটি ইতিমধ্যে শ্রোতাদের মন কেড়েছে। 

English Title: 
Gumnaami song 'Kadam Kadam' is out now
News Source: 
Home Title: 

'কদম কদম বাড়ায়ে যা' ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই গান এবার শুনুন ঈশান মিত্রর গলায়

'কদম কদম বাড়ায়ে যা' ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই গান শুনুন ঈশান মিত্রর গলায়
Yes
Is Blog?: 
No