মিনিপ্লেক্স গড়ে তোলার প্রস্তাব গৌতম ঘোষের

সিনেমা হলে গ্রামের দর্শক টানতে গ্রামাঞ্চলে এক পর্দার প্রেক্ষাগৃহ ও মিনিপ্লেক্স তৈরির প্রস্তাব করলেন পরিচালক গৌতম ঘোষ। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে গৌতম ঘোষ বলেন, "গ্রামের দর্শকরা শহরের মাল্টিপ্লেক্সে বেশি দাম দিয়ে টিকিট কিনে সিনেমা দেখতে পারেন না।

Updated By: Mar 26, 2013, 06:21 PM IST

সিনেমা হলে গ্রামের দর্শক টানতে গ্রামাঞ্চলে এক পর্দার প্রেক্ষাগৃহ ও মিনিপ্লেক্স তৈরির প্রস্তাব করলেন পরিচালক গৌতম ঘোষ। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে গৌতম ঘোষ বলেন, "গ্রামের দর্শকরা শহরের মাল্টিপ্লেক্সে বেশি দাম দিয়ে টিকিট কিনে সিনেমা দেখতে পারেন না। গ্রামে এক পর্দার প্রেক্ষাগৃহ তৈরি হলে দর্শকরা অল্প দামে টিকিট কেটে সিনেমা দেখতে পারবেন। সেই সঙ্গেই মিনিপ্লেক্স তৈরি হলে ছবির প্রচারও ভালভাবে করা যাবে।"
গৌতম ঘোষের প্রস্তাবে সায় দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, "আমরা এক পর্দার প্রেক্ষাগৃহ ফিরিয়ে আনার যথাযথ চেষ্টা করব। পাশাপাশি আমরা শুটিং কালচার উন্নত করার ওপর জোর দিচ্ছি যাতে আন্তর্জাতিক ছবির শুটিং এখানে হতে পারে। এখন শুধু বলিউডই নয়, দক্ষিণী ছবির শুটিংও কলকাতায় করার প্রবণতা দেখা যাচ্ছে।"

.