পিট সিগার প্রয়াত
প্রয়াত আমেরিকান ফোক গায়ক পিট সিগার। সোমবার নিউইয়র্কের বেকনে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর নাতি কিটামা কাহিল জ্যাকসন মৃত্যুর খবর প্রকাশ করেন। গান গাওয়া, নতুন গান রচনা ও পুরনো হারিয়ে যাওয়া লোকগীতি পুনরুদ্ধার করে কিংবদন্তির আসনে পৌঁছেছিলেন পিট সিগার।
প্রয়াত আমেরিকান ফোক গায়ক পিট সিগার। সোমবার নিউইয়র্কের বেকনে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর নাতি কিটামা কাহিল জ্যাকসন মৃত্যুর খবর প্রকাশ করেন। গান গাওয়া, নতুন গান রচনা ও পুরনো হারিয়ে যাওয়া লোকগীতি পুনরুদ্ধার করে কিংবদন্তির আসনে পৌঁছেছিলেন পিট সিগার।
১৯৫০ সালে লেবার র্যালিতে গান গাওয়া দিয়ে শুরু করে আমেরিকার সেরা দশটি কলেজের ফোক উত্সবে গান গেয়েছিলেন সিগার। লিঙ্কন মেমোরিলে বারাক ওবামার উদ্বোধনী কনসার্টেও শোনা গিয়েছে কিংবদন্তির সিগারের কণ্ঠই। তাঁর কাছে লোকগীতি ছিল মাটি থেকে, জীবনবোধ থেকে উঠে আসা গান। বারো তারের গিটার বা পাঁচ তারের ব্যাঞ্জো ছিল তাঁর প্রিয় বাদ্যযন্ত্র। আঞ্চলিক গান, শিশুদের গান, মজার গান, জীবনমুখী গানের মধ্যে দিয়ে অজস্র শ্রোতার ভালবাসা কুড়িয়েছেন সিগার।
১৯৪০ থেকে ১৯৫০ সালের মধ্যে আমেরিকার শ্রমিক আন্দোলন, সামাজিক অধিকারের দাবিতে লড়াই উঠে এসেছে পিটের গানের ভাবনায়। ১৯৬০ সালে অ্যান্টি-ভিয়েতনাম র্যালি, ১৯৭০ সালে যুদ্ধবিরোধী ও পরিবেশ সংক্রান্ত ক্যাম্পেনেও গানের মাধ্যমেই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন পিট। পুরনো পুঁথি ঘেঁটে গাওয়া গান উই শ্যাল ওভারকাম সামাজিক অধিকারের দাবিতে গাওয়া অ্যান্থেমের মর্যাদা পেয়েছে। পঞ্চাশের দশকে বহু ফোক সঙ্গীত পুনরুদ্ধার করেছিলেন সিগার।