প্রেম ইজ ব্যাক...
নব্বই দশকের সলমন খান মানেই যৌথ পরিবারের লাজুক ছোট ছেলে প্রেম। ভাই ইমেজ তখন কোথায়? ১৬ বছর প্রেমকে পর্দায় ফিরিয়ে আনলেন সুরজ বরজাতিয়া।
ওয়েব ডেস্ক: নব্বই দশকের সলমন খান মানেই যৌথ পরিবারের লাজুক ছোট ছেলে প্রেম। ভাই ইমেজ তখন কোথায়? ১৬ বছর প্রেমকে পর্দায় ফিরিয়ে আনলেন সুরজ বরজাতিয়া।
প্রেম রতন ধন পায়ো ছবির পোস্টারেও সেই কামব্যাকের গল্পো। নীল কুর্তা, সাদা ধুতি, কমলা দোপাট্টায় সুসজ্জিত সলমনের মাথার ওপর জ্বলজ্বল করছে 'প্রেম ইজ ব্যাক।' আগামী ১ অক্টোবর আসতে চলেছে ছবি ট্রেলর। মুক্তি পাবে ১২ নভেম্বর। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন সোনম কপূর। রয়েছেন অনুপম খের, নীল নীতিন মুকেশ, স্বারা ভাস্কর। ছবির মিউজিক বিক্রি হয়েছে ১৭ কোটি টাকায়।
রাজশ্রী প্রোডাকশনসের ব্যানারে যখনই প্রেমরূপী সলমনকে পর্দায় এনেছেন সুরজ বরজাতিয়া তখনই বক্সঅফিসে ব্লকবাস্টার হয়েছে ছবি। ১৯৮৯ সালে ম্যায়নে পেয়ার কিয়া, ১৯৯৪ সাল হম আপকে হ্যায় কউন ও ১৯৯৯ সালে হম সাথ সাথ হ্যায় ছবির নামগুলোই বলে দেয় বাকি গল্প।