ফাতেমা সানা শেখের সঙ্গেই ইদে সেলিব্রেট করলেন আমির

Updated By: Sep 3, 2017, 11:04 AM IST
ফাতেমা সানা শেখের সঙ্গেই ইদে সেলিব্রেট করলেন আমির

ওয়েব ডেস্ক: শনিবার দেশজুড়ে পালিত হয়েছে ইদ-উল-জোহা।  ইদ সেলিব্রেট করেছেন বলিউড তারকারাও। আর বলিউডে খানদের ইদ সেলিব্রেশন ‌যে একটু স্পেশাল হবে তা বলাই বাহুল্য। কোরবানির এই ইদ সেলিব্রেট করেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। 

অন্যান্য অনুষ্ঠানের মতই ইদের সেলিব্রেশনও নিজের পরিবারের সঙ্গেই করেছেন আমির। এদিন তাঁর পরিবারের সঙ্গে ইদ সেলিব্রেট করতে দেখা গেছে আমিরের দঙ্গল কন্যা ফাতেমা সানা শেখকেও। ফাতেমা নিজেই সেসব ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। ছবিতে বেশ স্পষ্ট শুধু আমিরের সঙ্গেই নয়, তাঁর পরিবারের সঙ্গেও ফাতেমার ঘনিষ্ঠতা রয়েছে। আমিরের মেয়ে ইরার সঙ্গেও ‌যে ফাতেমার বেশ বন্ধুত্ব রয়েছে। পাশাপাশি ছবিতে দেখা গেছে আমিরের স্ত্রী কিরণ রাও-কেও।

গোল্ডেন ও ব্ল্যাক পাড় দেওয়া সাদা শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছিল ফাতেমাকে। দেখুন সেই সব ছবি...

 

 

#eid

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

আরও পড়ুন- ইদ-উল-জোহায় মন্নত থেকে ভক্তদের শুভেচ্ছা শাহরুখ ও আব্রামের

.