এষার মেহেন্দি, রাত পোহলেই শাশুড়ি হবেন ড্রিমগার্ল
সঙ্গীতের পর এবার মেহেন্দি। বিয়ের এক দিন আগে মুম্বইয়ে নিজের বাড়িতেই মেয়ের মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হেমা। আত্মীয়স্বজন ও একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবের উপস্থিতিতে, নিতান্ত পারিবারিক অনুষ্ঠানে `হাত পিলা` হল এষার।
সঙ্গীতের পর এবার মেহেন্দি। বিয়ের এক দিন আগে মুম্বইয়ে নিজের বাড়িতেই মেয়ের মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হেমা। আত্মীয়স্বজন ও একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবের উপস্থিতিতে, নিতান্ত পারিবারিক অনুষ্ঠানে `হাত পিলা` হল এষার। নীতা লুল্লার ডিজাইন করা হলুদ-সবুজ লেহেঙ্গা চোলিতে হবুকনে এষা, আর হলুদ লিনেন নেহেরু জ্যাকেটে ভরত লাগছিলেন পারফেক্ট লাভবার্ডস। তবে সঙ্গীতের মতো এদিনও শো স্টপার ছিলেন ড্রিমগার্ল সেই হেমা।
পারিবারিক পরিসরে অনুষ্ঠান হলেও সম্পুর্ণ ব্রাত্য ছিলেন না বলিউড তারকারা। হেমার ভাইঝি অভিনেত্রী মধু ছাড়াও নজর কেড়েছেন বলিউডের `মায়া মেমসাব` দীপা শাহি ও দেওলদের পারিবারিক বন্ধু নীতা লুল্লা। আগামিকালই চারহাত এক হতে চলেছে এষা-ভরতের। কৃষ্ণভতক্ত হেমার বড় মেয়ের পরিণয় সম্পন্ন হবে মুম্বইয়ের বিখ্যাত ইস্কন মন্দিরে। লাল-সোনালি কাঞ্জিভরম শাড়িতে সম্পূর্ণ দক্ষিনী কনের সাজেই ভরতের গলায় মালা দেবেন এষা। বিয়ের পর ৩০ জুন হবে রিসেপশন পার্টি।
গত ২৫ জুন ছিল এষার সঙ্গীত। মুম্বইয়ের বিলাসবহুল রেস্তোরাঁয় এসেছিলেন সদ্য বিবাহিতা রিতেশ-জেনেলিয়া থেকে শুরু করে বর্ষীয়ান সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন, সস্ত্রীক নাসিরুদ্দিন শাহ। পুরো পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন অনু মালিক। দুই মেয়েকে নিয়ে এসেছিলেন দক্ষিণী অভিনেত্রী মধু। বান্ধবী প্রীতি দেশাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন এষার খুড়তুতো ভাই অভয় দেওল। রাইমা, রিয়া সেন, ডিজাইনার নীতা লুল্লা, মাসাবা, সস্ত্রীক জায়েদ খান, আশীষ চৌধুরি, সোহেল খান সহ উপস্থিত সকলেই একরাশ অভিনন্দন জানান হেমা-ধর্মেন্দ্রর বড় মেয়েকে।